#কলকাতা: এবার মাধ্যমিকের বাংলা পাঠ্যক্রমেও কন্যাশ্রী ৷ দশম শ্রেণির ব্যাকরণ বইতে অন্তর্ভুক্ত হচ্ছে কন্যাশ্রী ৷ আগামী শিক্ষাবর্ষে প্রবন্ধ হিসেবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে কন্যাশ্রী ৷ এই বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, ‘মাধ্যমিকে অন্তর্ভুক্তির ফলে সচেতনতা বাড়বে ৷ কন্যাশ্রী সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়বে ৷’
সম্প্রতি রাষ্ট্রসংঘে সেরা সামাজিক প্রকল্প হিসাবে স্বীকৃতি পেয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প। এর যাবতীয় কৃতিত্ব রাজ্যের প্রায় ৪১ লক্ষ কন্যাশ্রীকেই দিলেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷
শুধু অষ্টম থেকে দ্বাদশ নয়, উচ্চশিক্ষাতেও রাজ্যসরকারের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবেন বাংলার মেয়েরা ৷ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্যও শীঘ্রই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা চালু করতে চলেছে রাজ্য সরকার ৷
নাবালিকা কন্যাদের পড়াশুনা থামিয়ে বিয়ে দেওয়ার প্রবণতা সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প ৷ এই কবছরে এই প্রকল্পের কারণেই স্কুলছুট পড়ুয়াদের সংখ্যা অনেক কমেছে ৷