#কলকাতা: ইউজিসি-এর উদ্যোগে খুশির হাওয়া অধ্যাপক মহলে ৷ অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকদের বেতন কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে UGC ৷ সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপকদের ২০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ৷
প্রায় এক দশকেরও বেশি সময় কেটে গিয়েছে, অধ্যাপক ও অধ্যাপিকাদের বেতন কাঠামোয় কোনও পরিবর্তন হয়নি ৷ তাই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে UGC-এর পাঁচ সদস্যের কমিটি অধ্যাপকদের ২০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছেন ৷ একইসঙ্গে পদোন্নতির ক্ষেত্রে অধ্যাপকদের পারফর্মম্যান্স ছাড়াও রিসার্চ ওয়ার্কের উপরেও জোর দেওয়ার প্রস্তাব রেখেছে ওই কমিটি ৷
UGC-এর পাঁচ সদস্যের কমিটি সুপারিশ অনুযায়ী, চাকরির শুরুতেই একজন অধ্যাপকের মূল বেতন প্রায় ২.৭২ গুণ বৃদ্ধি পাবে ৷
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ইউজিসি-এর এই সুপারিশে সিলমোহর দিলে এক জন অধ্যাপকের বেতন হবে ১.৪৪ লাখ ৷ বর্তমানে একজন অধ্যাপকের পে প্যাকেজ ১.২৩ লাখ টাকা, যার মধ্যে বেসিক পে ৪৩ হাজার টাকা এবং এজিপি ও ডিএ মিলিয়ে ১০ হাজার টাকা ৷
শুধু অধ্যাপকদেরই নয়, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকদের বেতন কাঠামো পরিবর্তিত হবে ৷ কমিটির সুপারিশ অনুযায়ী একজন সহযোগী অধ্যাপকের বেতন ১.০৭ লাখ থেকে বেড়ে হবে ১.২৬ লক্ষ টাকা এবং একজন সহকারী অধ্যাপকদের বেতন ৫০ হাজার থেকে বেড়ে দাঁড়াবে ৫৯ হাজার টাকা ৷
এর ফলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ হাজার অধ্যাপক এবং রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় চার লাখ অধ্যাপক ও অধ্যাপিকা লাভবান হবেন ৷ শেষবার ২০০৬ সালে অধ্যাপকদের পে স্কেল বাড়ানো হয়েছিল ৷
কমিটির পেশ করা রিপোর্টে কোনও পরিবর্তন ছাড়াই তা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ৷ HRD এবং অর্থমন্ত্রকের অনুমোদন মিললে নয়া বেতন কাঠামো ১ জানুয়ারি, ২০১৬ থেকে লাগু হতে চলেছে এই সিদ্ধান্ত ৷
সপ্তম বেতন কমিশনের সুপারিশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনও একইহারে বর্ধিত হয়েছে ৷ তবে আইআইটি এবং আইআইএম-এর মতো টেকনিক্যাল ইনস্টিটিউশনের অধ্যাপক-অধ্যাপিকাদের উপর এই নয়া বেতন কাঠামোপ্রযোজ্য নয় ৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তাদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য আলাদা একটি কমিটি গঠন করেছে ৷