#কলকাতা: জরিমানা নিয়ে রেকর্ড। ভারতীয় রেলের নর্থ-ইস্ট ফ্রন্টিয়র ডিভিশনের দুই টিকিট পরীক্ষক জরিমানা সংগ্রহ করে টাকা তুললেন ন'কোটি ষাট লক্ষ। নজরে ছিল বিনা টিকিটে রেলযাত্রা। সেই যাত্রীদের কাছ থেকেই এই বিপুল পরিমাণ টাকা তুলেছেন তাঁরা। জরিমানায় রেলের আয় বাড়ানোয় ধরণী ধর দাস এবং পার্থ সাহাকে সংবর্ধনা দিয়েছে রেল।
বেহাল আর্থিক অবস্থায় ধুঁকছে রেল। কিন্তু সেই রেলেরই দুই টিটিই জরিমানা করে গড়লেন নতুন রেকর্ড। বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে নয় কোটি ষাট লক্ষ টাকার জরিমানা নিয়ে, নজির গড়েছেন নর্থ ইস্ট-ফ্রন্টিয়র রেলের দুই টিকিট পরীক্ষক।
গত আর্থিক বছরে ১৩৮০৯ জন বিনা টিকিটের যাত্রীর জরিমানা করেন টিটিই ধরনীধর দাস ৷ এক বছরে জরিমানায় ওঠে ১ কোটি ১৭ লক্ষ টাকা ৷ ২০০৫ থেকে এই জরিমানায় উঠেছে ৯ কোটি ৬০ লক্ষ টাকা ৷ আরেক টিটিই পার্থ সাহা জরিমানা করেন ৫৩৪৬ জন যাত্রীর ৷ জরিমানায় ওঠে ৫০ লক্ষ ২৪ হাজার ৯০০ টাকা ৷ রঙ্গিয়া ডিভিশনের টিকিট পরীক্ষক ধরনীধর দাস এবং পার্থ সাহাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে রেল।
অন্যদিকে, পৃথক রেল বাজেট বিলোপের পর প্রথম বাজেটেই রের্কড বরাদ্দ জুটল পশ্চিমবঙ্গে রেল প্রকল্পগুলির ঝুলিতে ৷ রেলকর্তাদের দাবি, এটিই গত পাঁচ বছরে সর্বোচ্চ ৷
রেল প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ পেল ৬৩৩৬ কোটি টাকা ৷ পূর্ব, দক্ষিণ-পূর্ব, NFR ও মেট্রো মিলিয়ে গতবারের তুলনায় ২৫১৬ কোটি বেশি পেল রাজ্য ৷ নতুন ও চালু রেল প্রকল্পের জন্যও আগের থেকে বেড়েছে বরাদ্দ ৷
পূর্ব তথ্য অনুসারে, ২০১৩-১৪ সালের রেল বাজেটে বাংলার বরাদ্দ ছিল ১৬০৪.৭ কোটি, ২০১৪-১৫ সালে ছিল ২৯০৭ কোটি, ২০১৫-১৬ সালে একটু বেড়ে হয় ৩৬১৫ কোটি, গত বছর ছিল ৩৮২০ কোটি ৷