#কলকাতা: ব্রিটেন জুড়ে নতুন করে জারি হয়েছে লকডাউন। সারা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে নতুন করোনা স্ট্রেইন। বন্ধ হয়েছে লন্ডন কলকাতা বিমানসংযোগও। এরই মধ্যে লন্ডন থেকে কলকাতায় আসা দুই যাত্রীর কোভিড পজিটিভ ধরা পড়ায় রাজ্যের উদ্বেগ বাড়ল। নতুন করে দুই লন্ডন ফেরত যাত্রীর শরীরে করোনা ভাইরাস কি করোনার নতুন করোনা স্ট্রেইন, তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার লন্ডন থেকে কলকাতা আসে একটি যাত্রীবোঝাই উড়ান। তাঁর মধ্যে দুজনের কাছে আরটিপিসিআর রিপোর্ট ছিল না। সকলেরই রুটিন টেস্ট হয়। দেখা যায় ওই দুজনের শরীরে করোনা সক্রিয়। সঙ্গে সঙ্গেই ওই দুই ব্য়ক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের একজন কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন, অন্যজন রয়েছেন রাজারহাট ভর্তি সিএমসিআই-এ।
সূত্রের খবর তাঁদের লালারসের রিপোর্ট পুণেতে পাঠানো হয়েছে। ওই বিমানে আসা বাকি যাত্রীদেরও পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
এই নিয়ে ৬ জন লন্ডন ফেরত যাত্রীর শরীরে মিলল করোনা ভাইরাস। তবে এবার পরিস্থিতি অন্য রকম। ব্রিটেনে করোনার নতুন স্ট্রেইন মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে। আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ হয়েছে ব্রিটেনের সঙ্গে। নতুন স্ট্রেইনটি পাওয়া গিয়েছে ইতালিতেও। এই নতুন করোনা এড়াতে মহারাষ্ট্রে নতুন করে জারি হয়েছে নাইটকার্ফু। এই পরিস্থিতিতে এই দুজন আক্রান্তের শরীরে যদি নয়া কোভিড স্ট্রেইন মেলে, তবে নতুন করেই যুদ্ধ শুরু করতে হবে, মানছেন স্বাস্থ্যকর্মীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19