PARADIP GHOSH #কলকাতা: নির্বাচনী উত্তাপে ফের সরগরম কলকাতা ময়দান। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভোটে আমনে সামনে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা ও ভাই। সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন দাদা অজিত বন্দোপাধ্যায়। পাল্টা প্যানেল নিয়ে নির্বাচনে সামিল ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ও।
২০১৬ সালে বিওএ-র শেষ নির্বাচনেও নিজেদের প্যানেল নিয়ে পরস্পরের বিরুদ্ধে মাঠে নেমে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই ভাই কিন্তু সেই বার অজিত বন্দোপাধ্যায় মনোনয়ন দিয়েছিলেন সভাপতি পদে। ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন সচিব পদে। ফলে সম্মুখ সমর এড়ানো গিয়েছিল।
চার বছরের ব্যবধানে ২০২০ তে পরিস্থিতি একেবারে ভিন্ন। দুই ভাই এবার লড়ছেন সভাপতি পদের জন্য। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে আলাদা আলাদা প্যানেল জমা দিয়েছেন দুই ভাই। গোটা ময়দান এবার আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে অজিত ও বাবুন শিবিরে।
নির্বাচন ৬ ডিসেম্বর। অজিত বন্দোপাধ্যায়ের প্যানেলে সচিব পদে মনোনয়ন জমা দিয়েছেন সিএবি-র প্রাক্তন যুগ্মসচিব বিশ্বরূপ দে। অন্য দিকে বাবুন বন্দ্যোপাধ্যায়ের প্যানেলে সচিব পদপ্রার্থী জহর দাস। সহ-সভাপতির সাতটি পদের জন্য মনোনয়ন জমা পড়েছে আটটি।
মনোনয়ন প্রত্যাহারের দিন ২ ডিসেম্বর। ময়দানে পূরোদমে খেলা-ধুলা না ফিরলেও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে অজিত বন্দোপাধ্যায় ও বাবুনের বন্দ্যোপাধ্যায়ের ডুয়েল ঘিরে রাজ্যের ক্রীড়া সমাজ শুধু আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাওয়াই নয়, রীতিমতো তাততে শুরু করেছে বটতলা।
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট ১৪ টি পদের জন্য ভোট হবে ৬ ডিসেম্বর ধর্মতলার তিন তারা হোটেলে। রাজ্যের ক্রীড়া নিয়ামক সংস্থার ৩৪ টি ইউনিটের ৬৪ জন ভোটার ভোট দিয়ে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে।