#কলকাতা: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যপদে মুকুল রায়ের (Mukul Roy) মনোনয়ন ঘিরে তুমুল তরজায় বিজেপি তৃণমূল। সূত্রের খবর, বিজেপির তরফে এখনও অবধি ছয়জনের নাম জমা পড়েছে। তৃণমূলের তরফে নাম জমা পড়েছে ১৪ জনের। এই অবস্থায় জোর জল্পনা মুকুল রায় চেয়ারম্যান পদটি পাবেন কিনা তাই নিয়ে। এই আবহেই আবার শুভেন্দু অধিকারী দাবি করছেন, ১৬ জুলাই মুকুলের পদ নিয়ে শুনানি বিধানসভায়, স্পিকার তাঁকে ডেকেছেন। কাজেই সবমিলিয়ে সরগরম রাজ্যরাজনীতি।
বিজেপির তরফ যে ৬ নাম দেওয়া হয়েছে তাঁরা হলেন অশোক লাহিড়ী, শুভেন্দু অধিকারী, নিখিলরঞ্জন দে, বঙ্কিম ঘোষ, অম্বিকা রায়, বিবেকানন্দ বাউরি। কোনও ভাবেই মুকুল রায়ের সদস্যপদ বা চেয়ারম্যান হিসেবে মনোনয়ন মেনে নিতে রাজি নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, "যাঁর বিধায়ক পদ থাকবে না তাঁর আবার পিএসসি চেয়ারম্যান বা সদস্য! স্পিকার আমাকে এই বিষয়ে নিয়ে ১৬ তারিখ (জুলাই) শুনানিতে ডেকেছেন, আমার চিঠির প্রেক্ষিতে। আমি নথি নিয়ে জমা দেব৷ আমি অনন্তকাল অপেক্ষা করব না। প্রয়োজনে অন্য কোথাও যাব।"
শুভেন্দুকেও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল নেতা, বিধায়ক তাপস রায় বলছেন, "শুভেন্দুর কথার উত্তর ভবিষ্যৎ উত্তর দেবে। নিয়ম কানুন সব উত্তর দিয়ে দেবে। শুভেন্দু বিধানসভার রীতিনীতি জানেই না। আগে জানুক। সবে বিরোধী দলনেতা হয়েছে। ৪১ জনের কমিটি, কে কী হবেন, কে হবেন না. তা দেখেশুনে বলা উচিত।"
উল্লেখ্য মঙ্গলবার সন্ধ্যায় বিধানসভার সচিবালয় থেকে বিরোধী দলকে চিঠি দিয়ে স্পষ্ট জানানো হয়, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে একমাত্র স্পিকারের। তিনি যেম টা বলবেন তেমনটাই বাস্তবায়িত হবে। এই অবস্থাতেও পিএসসি চেয়ারম্যান কে হবেন তা নিয়ে জল্পনা থামছে না। এক পক্ষের মত, সরকারের প্রথম পছন্দ মুকুল রায়। আবার বিজেপি কোনও ভাবেই মুকুলকে এই পথে মেনে নিতে রাজি নয়। ফলে এখনও টানাপোড়েন অব্যাহত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mukul roy, Suvendu Adhikari