#কলকাতা: আনলক 1.0 অধ্যায়ের মধ্যেই কাজ শুরু হল মেট্রোর সুড়ঙ্গ তৈরির। বউবাজার থেকে শিয়ালদহ মুখী টানেলে কাজ শুরু হল শুক্রবার সকাল থেকে ৷ কেএমআরসিএল জানিয়েছে, দ্রুত কাজ শেষ করতে চায় তারা। শিয়ালদহ পর্যন্ত একটি টানেল বানানোর কাজ শেষ হয়ে গেলে প্রকল্পের ৯০% কাজ সম্পূর্ণ হবে।
মেট্রোর টানেল তৈরির কাজ করতে গিয়ে বউবাজারের একাধিক বাড়ি ভেঙে পড়ে যার জেরে আদালতের আদেশে টানেল বানানোর কাজ বন্ধ হয়ে যায়। দুটি টানেল বোরিং মেশিন চান্ডি ও উরবি এই কাজ করছিল। তার মধ্যে চান্ডি টানেল বোরিং মেশিন মাটির নিচে এখনও আটকে আছে। ফলে ওই টানেলের কাজ দ্রুত শুরু করা নিয়ে অনিশ্চয়তা জারি আছে। অন্যদিকে আরেকটি টানেল বোরিং মেশিন উরবি যথাযথ ভাবে কাজ করলেও সেই কাজ আটকে যায়। কেএমআরসিএল আদালতের কাছে ওই অংশের কাজ শুরুর অনুমতি চেয়ে আবেদন করে। অনুমতি মেলে নানা রিপোর্ট জমা দেওয়ার পরে। কাজ শুরুও হয়। তার পরেও বউবাজারের একাধিক বাড়িতে ছোট-বড় ফাটল দেখা যায়। ফলে কাজের গতি অনেকটাই শ্লথ হয়ে পড়ে। এরই মধ্যে করোনার কারণে দেশ জুড়ে লকডাউন ঘোষণা হয়। ফলে শ্রমিকেরা বাড়ি ফিরে যায়। বন্ধ হয়ে যায় কাজ।
অবশেষে প্রায় ৩ মাস পড় সেই টানেল তৈরির কাজ শুরু হল। শুক্রবার প্রথম যে রিং বসানো হল তার নম্বর ১২২৪। আগাগোড়া সমস্ত কাজটাই করা হচ্ছে করোনা সতর্কতা বিধিনিষেধ মেনে। মাস্ক, গ্লভস ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া তিনটে শিফট মিলিয়ে মাত্র ২০০ আধিকারিক ও কর্মী দিয়ে এই কাজ করা হচ্ছে। কেএমআরসিএলের জেনারেল ম্যানেজার অ্যাডমিন জানিয়েছেন, '' পরীক্ষামূলক ভাবে অল্প কর্মী দিয়ে কাজ করা হচ্ছে। তবে ধাপে ধাপে স্বাস্থ্য বিধি মেনে সেই সংখ্যা বাড়ানো হবে। আমাদের লক্ষ্য দ্রুত এই অংশের কাজ শেষ করা। আপাতত পরিকল্পনা রয়েছে উরবি এই টিবিএম কাজ শেষ করার পর তাকে শিয়ালদহ স্টেশনে তোলা হবে। তারপরে তাকে ফের শিয়ালদহ থেকে বউবাজার পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসা হবে। তবে কবে চান্ডিকে সেই অংশ থেকে তোলা হবে তার কোনও নিশ্চয়তা নেই।''
ABIR GHOSAL
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East-West Metro