#কলকাতা: সারদা চিটফান্ডের থেকে নেওয়া টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ফেরত দিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়৷ ইডি-কে শতাব্দী মোট ৩০ লক্ষ ৬৪ হাজার টাকা ফেরত দিয়েছেন ড্রাফ্টের মাধ্যমে৷ সারদা চিটফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শতাব্দী৷
সারদার টাকা ফেরাতে আগেই চেয়েছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়৷ সারদা চিটফান্ড তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য শতাব্দীকে আগামী ৭ অগাস্ট ইডি দফতরে তলব করা হয়েছিল শতাব্দীকে৷
শতাব্দী রায় চিঠি লিখে জানিয়েছিলেন, তিনি সারদা চিটফান্ডের টাকা ফেরাতে চান৷ কিন্তু ৭ অগাস্ট তিনি ইডি দফতরে যেতে পারবেন না৷ ৭ অগাস্টের পরে যে কোনও দিন তিনি যেতে পারেন বলে ইডি-কে জানিয়েছেন তিনি৷ পরে তিনি ইডি অফিসে গিয়েছিলেন৷ সারদা কাণ্ডের তদন্তে দায়িত্বপ্রাপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কাছে তার আগে চিঠি লিখে টাকা ফেরতের ইচ্ছের কথা জানিয়েছিলেন বীরভূমের সাংসদ৷
আরও ভিডিও: সারদার টাকা ফেরাতে চান শতাব্দী রায়, দেখুন ভিডিও
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Saradha Chit fund, Satabdi Roy, TMC