হোম /খবর /কলকাতা /
সারদা থেকে পাওয়া ৩০ লক্ষের বেশি টাকা ইডি-কে ফেরালেন শতাব্দী রায়

সারদা থেকে পাওয়া ৩০ লক্ষের বেশি টাকা ইডি-কে ফেরালেন শতাব্দী রায়

শতাব্দী রায়

শতাব্দী রায়

সারদার টাকা ফেরাতে আগেই চেয়েছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়৷ সারদা চিটফান্ড তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য শতাব্দীকে আগামী ৭ অগাস্ট ইডি দফতরে তলব করা হয়েছিল শতাব্দীকে৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: সারদা চিটফান্ডের থেকে নেওয়া টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ফেরত দিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়৷ ইডি-কে শতাব্দী মোট ৩০ লক্ষ ৬৪ হাজার টাকা ফেরত দিয়েছেন ড্রাফ্টের মাধ্যমে৷ সারদা চিটফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শতাব্দী৷

    সারদার টাকা ফেরাতে আগেই চেয়েছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়৷ সারদা চিটফান্ড তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য শতাব্দীকে আগামী ৭ অগাস্ট ইডি দফতরে তলব করা হয়েছিল শতাব্দীকে৷

    শতাব্দী রায় চিঠি লিখে জানিয়েছিলেন, তিনি সারদা চিটফান্ডের টাকা ফেরাতে চান৷ কিন্তু ৭ অগাস্ট তিনি ইডি দফতরে যেতে পারবেন না৷ ৭ অগাস্টের পরে যে কোনও দিন তিনি যেতে পারেন বলে ইডি-কে জানিয়েছেন তিনি৷ পরে তিনি ইডি অফিসে গিয়েছিলেন৷ সারদা কাণ্ডের তদন্তে দায়িত্বপ্রাপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কাছে তার আগে চিঠি লিখে টাকা ফেরতের ইচ্ছের কথা জানিয়েছিলেন বীরভূমের সাংসদ৷

    আরও ভিডিও: সারদার টাকা ফেরাতে চান শতাব্দী রায়, দেখুন ভিডিও

    First published:

    Tags: Saradha Chit fund, Satabdi Roy, TMC