#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নির্বাচনী প্রচারে ঘোষণা দিয়েছিলেন, এবার পশ্চিমবঙ্গের ৪২টি আসনেই জিতবে এককভাবে তৃণমূল। এই রাজ্যে বিরোধী দল কোনো আসন পাবে না। এই দাবি নিয়ে মাঠে নেমেছিলেন মমতাসহ দলের সব নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক।
কিন্তু মমতার সেই স্বপ্নে প্রথম জল ঢেলে দেয় গত রোববারের বুথফেরত সমীক্ষা। প্রতিটি সমীক্ষা আভাস দেয়, বিজেপি এবার ভাল ফল করবে পশ্চিমবঙ্গে। তারা আর ২টি আসনে সীমাবদ্ধ থাকবে না। তাদের ভাগ্যে জুটবে ১২ থেকে ১৭টি আসন। বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহও মমতার ৪২ আসনে জয়ের পাশাপাশি চ্যালেঞ্জ করেছিলেন, এই রাজ্যে বিজেপি ২৩টি আসনে জিতবে। ২৩টা না হলেও রাজ্যে চমকে দেওয়ার মতো ফল করেছে বিজেপি।
রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ২২টি আসনে, বিজেপি জিতেছে ১৮টি আসনে। কংগ্রেস পেয়েছে মাত্র ২টি আসন। বামেরা পশ্চিমবঙ্গে একটিও আসন পায়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Lok Sabha elections 2019, TMC