#কলকাতা: গতকালই শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ তারপর থেকেই তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে ৷ সেই প্রসঙ্গকে কেন্দ্র করেই আজ বিজেপিকে বিঁধলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায় ৷ তিনি বিজেপিকে আক্রমণ করে বলেছেন বিজেপি হল বিশ্বাসঘাতকের দল ৷
তৃণমূল ভবনে এদিন সাংবাদিক বৈঠক করেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন,"তাঁরা ভাবছে শুভেন্দুকে নিয়ে দিগ্বিজয় করবে ৷ দল থেকে এমন দু-একটা খুচরো লোক চলে গেলে ক্ষতি হয় না।" তিনি স্পষ্ট ভাষায় জানাচ্ছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের নেত্রী ৷ শুভেন্দুকে বিশ্বাসঘাতক দেগে তাঁর যুক্তি, যাঁরা পিছন থেকে ছুরি মারে তাঁদের রাজনীতিতে ঠাঁই হয়না ৷ তিনি আরও দাবি করেছেন, "বিজেপি বাইরের থেকে লোক এনে চমকায়, ধমকায় ৷ সেই চমকে বা ধমকে তৃণমূল যে ভয় পায় না।"নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।