হোম /খবর /কলকাতা /
ছাত্র-যুব সমাবেশের পোস্টার রিলিজ করল তৃণমূল কংগ্রেস 

Trinamool Congress: ছাত্র-যুব সমাবেশের পোস্টার রিলিজ করল তৃণমূল কংগ্রেস 

ছাত্র-যুব সমাবেশের পোস্টার রিলিজ করল তৃণমূল কংগ্রেস 

ছাত্র-যুব সমাবেশের পোস্টার রিলিজ করল তৃণমূল কংগ্রেস 

কেন্দ্রের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা, এই সব ইস্যুকে সামনে রেখেই হবে সমাবেশ। 

  • Share this:

আবীর ঘোষাল, কলকাতা: আগামী ২৯ মার্চ ছাত্র-যুব সমাবেশের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই সমাবেশ সফল করতে প্রচারে ঝঁপিয়ে পড়েছে শাসক দলের যুব ও ছাত্র ইউনিট। সমাবেশ নিয়ে ইতিমধ্যেই পোস্টার রিলিজ করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে উল্লেখ করা হয়েছে, যে সমস্ত ইস্যুকে সামনে রেখে তারা এই সমাবেশ করছে তা হল, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, প্রতি পদে বাংলার সরকারকে নানাভাবে বঞ্চনা করা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের প্রতি কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার, কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়া, জ্বালানি, পেট্রোপণ্য-সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এই সমাবেশ হবে বলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে।

এই সমাবেশে প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন ২৮ অগাস্ট ছাত্র সমাবেশ আয়োজন করত তৃণমূল কংগ্রেস। ২১ জুলাই যুবদের ব্যানারে হয় তৃণমূলের সমাবেশ ৷ এবার দুই শাখা সংগঠন একসাথে এই সমাবেশ আয়োজন করছে।

আরও পড়ুন- ক্যানসার প্রতিরোধ করা সম্ভব! তবে ভারতে এই রোগে মৃত্যুর হার বেশি কেন? কী বলছেন বিশেষজ্ঞ

রাজনৈতিক মহলের মত, কেন্দ্রবিরোধী লড়াইয়ে মূল সংগঠনের পাশাপাশি ছাত্র-যুবদের আরও বেশি করে এগিয়ে দেওয়া লক্ষ্য শাসকদলের। সেই উদ্দেশে দুই সংগঠনকে এক ছাতার নীচে এনে সমাবেশ করার উদ্যোগ।সামনে পঞ্চায়েত ভোট। ফলে সংগঠন নিয়ে চূড়ান্ত ব্যস্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার আগে ছাত্র-যুবদের সমাবেশে থাকবেন তিনি।অন্যদিকে, দলের ছাত্র-যুবদের ক্লাস করানোর জন্য দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- সূর্যকুমার রান পাচ্ছেন না কেন ? কী করতে হবে, বলে দিলেন গাভাসকর

দল তৈরি ও দলের নানাবিধ রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তাদের জানাতে বলা হয়েছে। মার্চের শেষে তৃণমূলের এই কর্মসূচির পর ফের এপ্রিলের শুরুতেই জেলা সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।রাজনৈতিক মহলের মতে, যে ভাবে বিরোধীরা প্রতিদিন লাগাতার আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে। তাতে ময়দানে নেমে পালটা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে নিয়োগ দুর্নীতি নিয়ে যুব নেতাদের নাম জড়ানো। চাকরির দাবিতে অবস্থান করার ফলে, এর একটা প্রভাব ছাত্র মনেও পড়া স্বাভাবিক। তাই দলের ছাত্র ও যুব সংগঠন নিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে শাসক দল।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: TMC, Trinamool Congress