• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • মর্গ্যানের মাথাব্যথা লাজংয়ের পেনা

মর্গ্যানের মাথাব্যথা লাজংয়ের পেনা

Photo Courtesy : East Bengal

Photo Courtesy : East Bengal

পাহাড়ে লাজংকে সামলানোর আগে পয়েন্টের অঙ্কে মশগুল টিম লাল-হলুদ।

 • Share this:

  #শিলং:  তিন পয়েন্ট এলে ভাল। এক হলেও চলবে। পাহাড়ে লাজংকে সামলানোর আগে পয়েন্টের অঙ্কে মশগুল টিম লাল-হলুদ। লাজং-এর ফ্যাবিও পেনাকে আটকাতে ব্লু প্রিন্ট তৈরি ট্রেভরের।

  ব্রাজিলিয়ানকে সামলাতে হাইতিয়ান। লাজংয়ের ফ্যাবিও পেনার জন্য ব্লু প্রিন্ট তৈরি ট্রেভর মর্গ্যানের। পেনা পেনিট্রেটিভ জোনে ঢুকলেই বুকেনিয়াকে ফাইনাল ট্যাকলে যাওয়ার নির্দেশ সাহেব কোচের। কানের ব্যথায় কাতরানোর মাঝেই শনিবার প্রয়োজনে ইনজেকশান নিয়েও মাঠে নামতে তৈরি লাল-হলুদের সেন্ট্রাল ডিফেন্ডার। সকালে স্টেডিয়াম মাঠে ঘন্টা খানেক অনুশীলন করেন মেহতাব, রবীনরা। শেষ মহড়ায় সেটপিস মুভমেন্টের ওপরেই জোর দেন কোচ ট্রেভর জেমস মর্গ্যান। অনুশীলন ম্যাচে ডিকা ও লোবোকে ওয়েডসনের পরিবর্তে ব্যবহার করেন সাহেব কোচ। গোয়ান মিডিও এগারো মাস ফুটবলের বাইরে থাকায় ডিকারই শুরু করার সম্ভাবনা প্রথম একাদশে। শনিবার সকালেই চূড়ান্ত সিদ্ধান্ত।

  শুক্রবার বিকেলে ইস্টবেঙ্গল-লাজং ম্যাচের সিডি দেখানো হয় ফুটবলারদের। গুরবিন্দরদের ভুল ধরে ধরে ব্যাখা করেন ট্রেভর। তবে এতো কিছুর পরেও পাহাড়ে অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। তিন পয়েন্ট না এলে এক পয়েন্টের জন্য ঝাঁপাবে লাল-হলুদ। শনিবার বিকেল সাড়ে চারটেয় ম্যাচ। শিলংয়ের উচ্চতার সঙ্গে সঙ্গে আবহাওয়া নিয়েও তাই ভাবতে হচ্ছে টিম লাল-হলুদকে। দিনে তাপমাত্রা ১৫-১৬ -র আশেপাশে থাকলেও সূর্য ডুবলেই নিঝুম ঠান্ডায় ডুবছে গোটা শহর। সব মিলিয়ে পাহাড়ে চ্যালেঞ্জের সামনে প্লাজা-ওয়েডসনহীন ইস্টবেঙ্গল।

  First published: