• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ডার্বি প্রশ্নে চাপ এড়াচ্ছেন মর্গ্যান

ডার্বি প্রশ্নে চাপ এড়াচ্ছেন মর্গ্যান

Photo Courtesy : East Bengal

Photo Courtesy : East Bengal

পাল্টা প্রশ্ন ট্রেভরের, ডার্বি ডিতলে কি ছয় পয়েন্ট জমা পড়বে লাল-হলুদের খাতায় ?

 • Share this:

  #কলকাতা: মঙ্গল মহড়ায় তাঁকে দেখে চোখ কপালে লাল-হলুদ সমর্থকদের। কাজাকিস্তানের আমিরভকে রিলিজ করে দেওয়া হয়েছে বলেই জানতেন ইস্টবেঙ্গল সমর্থকরা। মঙ্গলবার সকালে সেন্ট্রাল পার্কের অনুশীলনে বহাল তবিয়তে সেই আমিরভ। তবে কি আবার অঙ্ক পাল্টালো ?

  আমিরভকে ঘিরে লাল-হলুদে দুই শিবিরের চাপান-উতোর তো ওপেন সিক্রেট। বদলি স্ট্রাইকার অস্ট্রেলিয়ার .. এখনও আসেননি। ভিসা নিয়ে জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার হয়তো বা এসে পৌঁছবেন। মর্গ্যান তাকে কলকাতা রেখে যাবেন, না কি শিলিগুড়ি উড়িয়ে নিয়ে যাবেন সে তো তারপরের অঙ্ক। তবে ডার্বির প্রসঙ্গ উঠতেই চাপ এড়াচ্ছেন সাহেব কোচ। পাল্টা প্রশ্ন ট্রেভরের, ডার্বি ডিতলে কি ছয় পয়েন্ট জমা পড়বে লাল-হলুদের খাতায় ?

  এদিকে কাঞ্চনজঙ্ঘার শেষ ডার্বিতে খেলা হয়নি। ১২-র বড় ম্যাচে তাই বাড়তি তাগিদ নিয়েই মাঠে নামবে সনি নর্ডি। ক্লাব ফুটবলে হাইতিয়ানই যে ডিফারেন্সিয়াল ফ্যাক্টর, সেটা মর্গ্যানের থেকে বেশি আর কে জানে। শিলিগুড়ির ডার্বিতে তাই বাগানের হাইতিয়ানকে থামাতে বিশেষ প্ল্যান থাকছে ট্রেভরের। তবে কি সেই প্ল্যান ? প্রশ্ন করতেই পাল্টা প্রশ্নে কাউন্টার অ্যাটাকের রাস্তায় সাহেব কোচ।

  First published: