• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • Howrah- মিলছে না ইন্সেন্টিভ, বদলে মিলছে দুর্ব্যবহার! এই অভিযোগে বিক্ষোভ পাঁচলার প্রায় ২০০ আশাকর্মীর

Howrah- মিলছে না ইন্সেন্টিভ, বদলে মিলছে দুর্ব্যবহার! এই অভিযোগে বিক্ষোভ পাঁচলার প্রায় ২০০ আশাকর্মীর

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

মিলছে না ইন্সেন্টিভ, বদলে মিলছে দুর্ব্যবহার! এই অভিযোগে বিক্ষোভ পাঁচলার প্রায় ২০০ আশাকর্মীর।

 • Share this:

  #হাওড়া- দিনে দিনে বেড়ে চলেছে কাজের পরিমাণ । মিলছেনা কাজ সম্পন্ন করার উপযুক্ত সময় । অন্যদিকে কাজ সম্পন্ন না হলে, জুটছে দুর্ব্যবহার, এমনটাই অভিযোগ আশা কর্মীদের। দীর্ঘ কয়েক মাস মেলেনি ইন্সেন্টিভও। সমস্যায় পাঁচলা ব্লকের প্রায় ২০০ জন আশাকর্মী।

  ব্লক স্বাস্থ্য কেন্দ্র কুলাই হাসপাতালে জমায়েত হয় আশা কর্মীরা। বিএমওএইচ এর সঙ্গে সাক্ষাত না হওয়ায়, পরবর্তী সময়ে বিডিও অফিসে জমায়েত করে আশাকর্মীরা।  ঘটনাস্থলে আসে পাঁচলা থানার পুলিশ।

  First published: