#কলকাতা: মাসের প্রথম দিন। সপ্তাহের দ্বিতীয় কাজের দিন। ব্যাস্ত অফিস টাইমে আজ তীব্র যানজটের গেরোয় পড়ার আশঙ্কা শহরের।
আজ সকাল সাড়ে দশটায় শিয়ালদহ থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত যুবশ্রী প্রকল্পের বকেয়া টাকা পাওয়া নিয়ে মিছিল রয়েছে। আবার তার আধ ঘন্টা পর মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ থেকে মাদ্রাসা শিক্ষকদের আরেকটি মিছিল। ফলে জোড়া প্রতিবাদের চাপে তালগোল পাকিয়ে যেতে পারে মধ্য কলকাতার যান চলাচল।
পাশাপাশি বেলা ১১ টায় সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযানে সেই এলাকায় স্থানীয় ভাবে বেশ কিছুক্ষণ যানজট হতে পারে। ফলে রাস্তায় বেরোতে হলে হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার নির্দেশ দিচ্ছেন ট্রাফিক কর্মীরা। পাশাপাশি যানজটের সম্ভাবনা রয়েছে এমন জায়গা এড়িয়ে যাওয়ারই পরামর্শ দিচ্ছেন তাঁরা।
-Sukanta Mukherjee