#কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শহর কলকাতার মত দক্ষিণবঙ্গেও দুর্ভোগ। রাতভর নদিয়ায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। কৃষ্ণনগর, কল্যাণী, রানাঘাট ও চাকদহ-সহ জেলাজুড়েই বৃষ্টিতে ভোগান্তি মানুষের। দক্ষিণ চব্বিশ পরগনাও বৃষ্টিতে বিপর্যস্ত। বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। সুন্দরবন-সহ উপকূল এলাকায় সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সতর্কবার্তাও জারি করা হয়েছে।
সারারাত বৃষ্টিতে কলকাতায় এম জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, রামমন্দির সংলগ্ন এলাকা, সৈয়দ আলি অ্যাভিনিউয় ও মহম্মদ আলি পার্কের কাছে জল জমেছে। কাঁকুরগাছি, দমদম, উল্টোডাঙা আন্ডারপাসে গোড়ালি সমান জল জমেছে। তবে যান চলাচলে বড়সড় প্রভাব পড়েনি। যান চলাচল স্বাভাবিক রাখতে পুরসভার সঙ্গে যোগাযোগ রাখছে ট্রাফিক কন্ট্রোল।
স্বভূমির কাছে নারডেলডাঙা মেন রোডে গাছ ভেঙে পড়ে যায়। বিপর্যয় ূীোিিগম গল ূপা মগূব োিিামূা্মো ্কাহা ূদ পাোনব ীোগলিোততবিলা দল ঘটনাস্থলে যায়। স্ট্র্যান্ড রোডের কাছে হাইকোর্ট সংলগ্ন এলাকায় রাস্তায় গাছ পড়ে যায়। তাই অকল্যান্ড রোড থেকে স্ট্র্যান্ড রোড পর্যন্ত ধীরগতিতে যান চলাচল করছে। গোলপার্কে সাউথ সিটি কলেজের ভিতরেও গাছ পড়ে যায়। কাকুলিয়া রোড, রেড রোড ও ফার্ন রোডে যান চলাচল ধীরগতিতে হচ্ছে। এছাড়া শরৎ বোস লেক রোডের কাছে সাদার্ন অ্যাভিনিউয়ের দিকে গাছ ভেঙে পড়ে যায়। গাছ পড়ে যায় অর্ডিন্যান্স ক্লাবের কাছেও। এয়ারপোর্ট সংলগ্ন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে সকালে গাছ পড়ে যাওয়ায় যানজট তৈরি হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heavy Rainfall, Traffic Affected Due To Heavy Rainfall, Traffic Jam, Traffic Snarl, Weather Update