#কলকাতা: পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৬৮৷ গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের৷ মঙ্গলবার জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷
85 new #COVID19 positive cases have been reported in the state today; total positive cases is at 1344. 7 deaths have been reported today taking the number of deaths to 68. Total active cases stand at 940: Alapan Bandyopadhyay, Home Secretary, West Bengal pic.twitter.com/chUmPuXbWe
— ANI (@ANI) May 5, 2020
তিনি জানান, রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩৮৮৷ গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের শরীরে করোনা মিলেছে৷ রাজ্যে এখন চিকিত্সাধীন ৯৪০ জন৷ এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ২৬৪ জন৷ গত ২৪ ঘণ্টায় ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷
এ দিকে গত ২৪ ঘণ্টায় ভারতে সর্বাধিক করোনায় মৃত্যুর দায় পশ্চিমবঙ্গের ঘাড়ে চাপিয়েছে কেন্দ্র৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্য দেরিতে রিপোর্ট করেছে৷ তার জন্যই এই স্পাইক৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19