#কলকাতা: গত ৩ ফেব্রুয়ারি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল ৷ সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছিল জিজ্ঞাসাবাদের কারণেই সিবিআই গিয়েছিল রাজীব কুমারের বাড়িতে ৷ তারপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সিবিআইয়ের শিলঙের দফতরে জিজ্ঞাসাবাদে গিয়েছিলেন রাজীব কুমার ৷
তদন্তে সহযোগিতা করেছিলেন রাজীব কুমার ৷ বেশ কয়েকদিন ম্যারাথন জেরার পরে রাজীব কুমার কলকাতায় ফিরে এসেছিলেন ৷ তারপর থেকেই সিবিআই একাধিকবার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে ৷ সেই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম নির্দেশে আগামিকাল হলফনামা দিতে হবে রাজীব কুমারকে ৷
তাঁর হলফনামায় যে যে বিষয় থাকতে পারে ৷ শিলঙে প্রাক্তন পুলিশ কমিশনার তদন্তে সহযোগিতা করেছেন, জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি করতে বলেছিলেন রাজীব কুমারই ৷ রাজীব কুমারের বাজেয়াপ্ত নথির ফরেনসিক তদন্তের বিষয়টিও ৷ প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিধাননগরে পুলিশ কমিশনার থাকার সময়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল ৷ প্রশ্ন তুলেছেন রাজীব কুমারের আইনজীবী কীভাবে তথ্য নষ্টের অভিযোগ উঠছে ? এর থেকে প্রমাণিত সিবিআই তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে ৷
এরসঙ্গে উল্লেখ করা হয়েছে ৪ আইপিএসকে সরানোর চক্রান্ত করা হচ্ছে ৷ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী ও মুকুল রায়ের কথোপকথোনে প্রকাশ পেয়েছে চক্রান্ত ৷ এই সব বিষয়বস্তুই রাজীব কুমারের হলফনামায় থাকবে বলেই জানা গিয়েছে ৷
আরও দেখুন : Lok Sabha Elections 2019 : 'মোদি আসবেন আর যাবেন দেশের সেনাবাহিনীই আকাশের তারা' : মমতা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ex-police commissioner, Rajeev Kumar, Supreme Court, প্রাক্তন পুলিশ কমিশনার, রাজীব কুমার, সুপ্রিম নির্দেশ