#কলকাতা: ট্রেন থেকে মেট্রো রেল। নিত্যদিন নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন। তার পরও উদাসীন রেল মন্ত্রক। তাই এবার রেল মন্ত্রককে জাগাতে আসরে কুম্ভকর্ণ।
নতুন রেক। তাতে হাত আটকে পার্কস্ট্রিটে মেট্রো যাত্রীর মৃত্যু। মেট্রোর বিরুদ্ধে নিত্যদিন ভুড়িভুড়ি অভিযোগ। কিন্তু কেন্দ্রের রেল মন্ত্রকের হেলদোল নেই। তাই দেশজুড়ে যখন, রামের নামে বিজেপির প্রচার চলছে, তখন বিজেপি সরকারের রেল মন্ত্রকের বিরুদ্ধে বামেদের হাতিয়ার কুম্ভকর্ণ।
- মেট্রোর পুরোন রেক বাতিল করতে হবে
- মেট্রো স্টেশনে শৌচালয় তৈরি
- স্টেশনে যাত্রী নিরাপত্তায় আরও জোর
- অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ
দাবি দাবির মতো রয়েছে গেছে। কিন্তু রেল মন্ত্রকের কোনও হুঁশ নেই। তাই ৫ অগাস্ট মেট্রো ভবন অভিযানের ডাক দিয়েছে ফরওয়ার্ড ব্লকের শাখা সংগঠন যুব লিগ। সঙ্গে থাকছে কুম্ভকর্ণের মূর্তি।
দুর্গা প্রতিমা তৈরির চূড়ান্ত ব্যস্থতা। তার মাঝেই কুম্ভকর্ণের মূর্তি তৈরি করেছেন টালিগঞ্জের রাণিকুঠীর শিল্পী।
রামের সঙ্গে যুদ্ধের আগে কুম্ভকর্ণের ঘুম ভাঙানো হয়। মেট্রো রেলের ঘুম অভিযানে ভাঙবে কী?