হোম /খবর /কলকাতা /
হ্যাক তৃণমূলের ট্যুইটার অ্যাকাউন্ট! বদলে গেল নামও

TMC Twitter Account Hacked: হ্যাক তৃণমূলের ট্যুইটার অ্যাকাউন্ট! বদলে গেল নামও

হ্যাক তৃণমূলের ট্যুইটার অ্যাকাউন্ট

হ্যাক তৃণমূলের ট্যুইটার অ্যাকাউন্ট

TMC Twitter Account Hacked: ট্যুইটারে এতোদিন তৃণমূলের মূল ভেরিফায়েড অ্যাকাউন্ট ছিল এআইটিসি অফিসিয়াল।

  • Share this:

কলকাতা: হ্যাক হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট। ট্যুইটারে এতোদিন তৃণমূলের মূল ভেরিফায়েড অ্যাকাউন্ট ছিল এআইটিসি অফিসিয়াল। সেই অ্যাকাউন্ট খুললেই এদিন সকাল থেকে দেখা যাচ্ছে নাম পরিবর্তন হয়ে গিয়েছে। এখন নাম হয়ে গিয়েছে Yuga Labs।

জানা গিয়েছে, এটি একটি বহুজাতিক সংস্থা। মূলত কাজ করে ক্রিপ্টো কারেন্সির উপর। দশ ঘন্টা আগে শেষ পোস্ট হয়েছে। তার পরে আর কোনও পোস্ট হয়নি। এই অ্যাকাউন্টের বায়োতে এখনও রয়েছে তৃণমূল কংগ্রেসের মূল ফেসবুক পেজের লিঙ্ক।

সকাল থেকে দেখা যাচ্ছে নাম পরিবর্তন হয়ে গিয়েছে। সকাল থেকে দেখা যাচ্ছে নাম পরিবর্তন হয়ে গিয়েছে।

এআইটিসি অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে মূলত তৃণমূলের কর্মসূচি, গুরুত্বপূর্ণ সভা এবং প্রথম সারির নেতা-নেত্রীদের বক্তব্য প্রকাশিত হত। এখন সেই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়ে গিয়েছিল। ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বিটকয়েন নিয়ে দুটি ট্যুইটও করা হয়েছিল। পরে সেগুলি মুছে দেওয়া হলেও সেই পোস্টের স্ক্রিনশটগুলি ভাইরাল হয়ে যায়। প্রধানমন্ত্রীর ট্যুইটার হ্যাক করে দাবি করা হয়, 'ভারত আনুষ্ঠানিকভাবে বিটকয়েনকে আইনি স্বীকৃতি দিয়েছে এবং সরকার জনগণকে ৫০০বিটিসি বিতরণ করছে।'

আরও পড়ুন, দলের নেতাদের একাংশকে 'পচা আলু'র সঙ্গে তুলনা! মালদহ জেলা সভাপতির মন্তব্যে ঝড় 

আরও পড়ুন, বাংলা ভাষায় প্রথমে কোন শব্দ শিখতে হবে! রাজ্যপালকে উপদেশ দিলেন কুণাল

সেই পোস্ট গুলি ডিলিট করা হলেও স্ক্রিনশটগুলি ভাইরাল হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট সফল ভাবে ফিরিয়ে আনতে সক্ষম হন আধিকারিকরা। পরে সেই ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছিল, যা অবিলম্বে সুরক্ষিত করা হয়েছে এবং বিষয়টি টুইটারকে দেওয়া হয়েছে।"

Published by:Suvam Mukherjee
First published:

Tags: TMC, Twitter