corona virus btn
corona virus btn
Loading

তৃণমূলের দ্বিমুখী রণকৌশল, প্রতিবাদ-ধরনা সঙ্গেই চলবে সোশাল মিডিয়ায় প্রচার

তৃণমূলের দ্বিমুখী রণকৌশল, প্রতিবাদ-ধরনা সঙ্গেই চলবে সোশাল মিডিয়ায় প্রচার
Photo: News 18 Bangla

এর আগে সোশাল মিডিয়ায় দেখা গিয়েছে ঝুলনের ছবি। সেখানে বাচ্চাদের সঙ্গে ঝুলন সাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে অভিষেক। কখনও আবার ‘হ্যাশট্যাগ রেসপেক্ট দুর্গাপুজো’ বলে প্রচার৷ এখানে দাবি করা হয়েছে, দুর্গাপুজোকে বিশ্বব্যাপী পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে বিগত আট বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মমতা৷

  • Share this:

#কলকাতা: পথে নেমে প্রতিবাদ, ধরনা, সভা তো আছেই। সঙ্গে অস্ত্র সোশাল মিডিয়া। এবার সোশাল মিডিয়ায় প্রচারে শান দিচ্ছে তৃণমূল। সেখানে হাতিয়ার ব্যঙ্গচিত্র। বিজেপির টার্গেট একুশে দুশো। পালটা তৃণমূলের দ্বিমুখী কৌশল। একদিকে মঞ্চ থেকে আক্রমণ৷ মঞ্চ থেকে যে সুরে আক্রমণ, সেই সুরেই সোশাল মিডিয়ায় প্রচার। সামাজিক মাধ্যমে তৃণমূলের অস্ত্র নানা সামাজিক ইস্যু। দুর্গাপুজোয় আয়কর নোটিসের প্রতিবাদে যখন তৃণমূল পথে নামছে, তখন এই সোশাল মিডিয়ায় তারা বিজেপিকে বিঁধছে এরকম ব্যঙ্গচিত্রের খোঁচায়।

এর আগে সোশাল মিডিয়ায় দেখা গিয়েছে ঝুলনের ছবি। সেখানে বাচ্চাদের সঙ্গে ঝুলন সাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে অভিষেক। কখনও আবার ‘হ্যাশট্যাগ রেসপেক্ট দুর্গাপুজো’ বলে প্রচার৷ এখানে দাবি করা হয়েছে, দুর্গাপুজোকে বিশ্বব্যাপী পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে বিগত আট বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মমতা৷

সোশাল মিডিয়ায় সামনে আনা হচ্ছে তৃণমূল সরকারের নানা সামাজিক প্রকল্প। কখনও সবুজ সাথীতে পড়ুয়াদের সাইকেল দেওয়ার কথা৷ কখনও আবার দু’টাকা করে চাল-গম দেওয়ার প্রকল্প, খাদ্যসাথী৷ এই নয়া প্রচারের হাওয়ার মধ্যেই সোশাল মিডিয়ায় ডিসপ্লে পিকচারও পালটে ফেলল তৃণমূল। এখন তারা সাদা-কালো ঘাসফুল৷ এখন হাতে হাতে স্মার্ট ফোন। সকলেরই নজর সোশাল মিডিয়ায়। জাতীয় স্তরে বিজেপিকে বারবার দেখা গিয়েছে এই সোশাল মিডিয়ায় প্রচারে ঝড় তুলতে। এবার সেই জমিতে প্রচার চালিয়ে ভোটে ফসল তুলতে চাইছে তৃণমূল।

First published: August 14, 2019, 1:40 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर