#কলকাতা: ২১ জুলাই আর ধর্মতলা। গত কয়েক বছর ধরে এই দুটি সমার্থক হয়ে গিয়েছে। একুশের আগে শেষ একুশ । ভিড়ে ঠাসা সভার বদলে ভার্চুয়াল জমায়েত । ২৬ বছরে পা রাখা একুশে জুলাই এবার রাজনীতি এবং আঙ্গিক দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ ।
এক অন্যরকম শহিদ দিবস ৷ তবুও নির্বাচনের আগে শেষ একুশের ভার্চুয়াল মঞ্চ থেকে ২০২১ সালের জন্য বার্তা তৃণমূল নেত্রীর ৷ শহিদদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘করোনা পরিস্থিতিতে ধর্মতলায় সভা না করতে পারায় ব্যথিত ৷ আগামী বছর বিধানসভা ভোটের পর সবচেয়ে বড় সভা হবে ৷ পরের বছর জিতে এসে ২১ জুলাই ঐতিহাসিক সভা করব ৷’
কালীঘাটের ভার্চুয়াল মঞ্চ থেকে যা বলেন নেত্রী-
#শহিদ দিবসে চিন সীমান্তে শহিদ জওয়ানদের শ্রদ্ধা:মমতা#শহিদ দিবসে কোভিড যুদ্ধে মৃতদের সম্মান জানাচ্ছি:মমতা
#দেশে ভয়ে অনেকে কথা বলতে পারছেন না:মমতা#দেশ জুড়ে তাণ্ডব হচ্ছে:মমতা#দেশের সব শহিদ পরিবারকে সম্মান:মমতা#শহিদদের বাড়িতে বাড়িতে চিঠি দিয়েছি:মমতা#বিধানসভা ভোটের পর সবচেয়ে বড় সভা:মমতা#আগামী বছর ২১ জুলাই ঐতিহাসিক সভা:মমতা#ধর্মতলায় সভা না করতে পারায় ব্যথিত:মমতা#যারা এজেন্সি দিয়ে দেশ চালান তারা দেশের নেতা নন- মমতা
#কোভিড চলছে বলে এনআরসি ভুলব না-মমতা
#সবার স্বাধীনতা কাড়ছে বিজেপি-মমতা#21-এর নির্বাচনে বদলা নিতে হবে-মমতা#বিজেপির জমানত বাজেয়াপ্ত হবে-মমতা#বিজেপিকে বিশ্বাস করলে ঠকবেন-মমতা#তৃণমূলের উপর ভরসা রাখুন-মমতা#একুশে তৃণমূলই সরকার গড়বে-মমতা#কেউ রেশন না পেলে তাঁর পাশে দাঁড়ান-মমতা#কেন্দ্র বঞ্চনা করছে, অপমান করছে-মমতা#কেন্দ্র টাকা না দিয়ে টাকা কেটে নিয়েছে-মমতা
করোনা সংক্রমণের আবহে একুশের ইতিহাসে এই প্রথম ভার্চুয়াল জমায়েতে মমতা। এবারের একুশ তাই বোধহয় অন্য বছরের চেয়ে আলাদা। রাজনৈতিক মূল্যের পাশাপাশি আয়োজনের বিন্যাসেও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Shaheed Diwas