#কলকাতা: বেহালার ঘটনা নিয়ে কড়া তৃণমূল! বাবন ওরফে সোমনাথকে বহিস্কার করল দল। সে কথা জানালেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র এলাকার চড়কতলায় হঠাৎই গোলমাল বাঁধে। অভিযোগ ওঠে, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হচ্ছে। ইট ছোড়া হয়, ভাঙচুরের ঘটনাও ঘটতে দেখা যায়। গুলির শব্দও অনেকে শুনতে পেয়েছেন বলে দাবি করেন। ঘটনার পর থেকেই দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে পুলিশ।
সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতার পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি বাবন ওরফে সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার বহিষ্কার করল ঘাসফুল শিবির, এ কথা জানালেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন : উপনির্বাচনে সকাল থেকে তিনিই যেন 'শো-স্টপার'! দুপুরে ছোট্ট 'ব্রেকে' কোথায় উধাও বাবুল?
আরও পড়ুন : হঠাৎ 'নকুলদানা' বিলি করছেন দিলীপ ঘোষ! কিন্তু কেন? 'আসল কারণ' যা বললেন...
কী হয়েছিল বেহালায়! স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রতি বছরই পয়ল বৈশাখের আগে চড়কতলায় মেলা বসে চড়কের। সেই মেলার বিষয় নিয়েই ঝামেলার সূত্রপাত। প্রাথমিক ভাবে এক বার ঝামেলা হওয়ার পর সেটি মিটে গেলেও পরে ফের গোলমাল শুরু হয়। শেষে রাতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Trinamool Congress