#কলকাতা: পুজো মিটলেই ফের রাজ্যে উপনির্বাচনের দামামা বেজে উঠবে। আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্র-দিনহাটা, শান্তিপুর, গোসাবা, খড়দায় উপনির্বাচন (WB By Poll 2021) রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল। অপরদিকে, বিজেপি এদিন স্টার ক্যাম্পেনারের তালিকা প্রকাশ করেছে।
উপনির্বাচনের তারকা প্রচারকের তালিকায় প্রথমেই রয়েছে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, তারপর থাকছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নাম, একেএকে রয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। এছাড়াও তারকা প্রচারক হিসেবে থাকছেন সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ। তারকা তালিকায় নাম রয়েছে দেব, সায়নী ঘোষ, মিমি, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, মনোজ তিওয়ারি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামও। এই তালিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে।
আরও পড়ুন: রহস্যের নাম রাজীব বন্দ্যোপাধ্যায়! BJP-র এই এক পদক্ষেপেই ফের তুঙ্গে আলোচনা...
৩০ অক্টোবর উপনির্বাচন হতে চলা গোসাবা ও খড়দহ আসনে জিতেছিল তৃণমূল। অপরদিকে, BJP জিতেছিল দুটি আসনে। শান্তিপুর ও দিনহাটা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে জিতেছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক। কিন্তু জিতলেও তাঁরা নিজেদের সাংসদ পদই টিকিয়ে রাখেন, ইস্তফা দেন বিধায়ক পদে। অপরদিকে, খড়দহে আসনে জিতেছিলেন তৃণমূলের কাজল সিনহা। কিন্তু ফল প্রকাশের আগেই কোভিডে মৃত্যু হয় তাঁর। আবার ভোটে জেতার পর সেই কোভিডেই মৃত্যু হয় গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের। সেই সূত্রেই এবার চার আসনে হতে চলেছে উপনির্বাচন।
৪ কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি দিনহাটা থেকে প্রার্থী করেছে অশোক মণ্ডলকে, শান্তিপুর আসনে প্রার্থী করা হয়েছে নিরঞ্জন বিশ্বাসকে। খড়দহ থেকে বিজেপির প্রার্থী জয় সাহা আর গোসাবায় পদ্ম শিবিরের প্রার্থী পলাশ রানা। এই চারটি কেন্দ্রের মধ্যে খড়দহে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী, দিনহাটায় উদয়ন গুহ এবং গোসাবায় সুব্রত মণ্ডল। ইতিমধ্যে এই ৪ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামেরাও। কংগ্রেস শুধু প্রার্থী দিয়েছে শান্তিপুরে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।