হোম /খবর /কলকাতা /
বাংলার সাংসদদের ডাকলেন রাষ্ট্রপতি, তুঙ্গে জল্পনা! বৈঠকে বসছেন তৃণমূল সাংসদরা

TMC: বাংলার সাংসদদের ডাকলেন রাষ্ট্রপতি, তুঙ্গে জল্পনা! বৈঠকে বসছেন তৃণমূল সাংসদরা

বৈঠকে বসছে তৃণমূল

বৈঠকে বসছে তৃণমূল

TMC: বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে দলীয় কার্যালয়ে বৈঠক তৃণমূল সাংসদদের। দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সকাল ১১:৩০ টা নাগাদ দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • Share this:

নয়াদিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে তাঁর সঙ্গে প্রাতঃরাশ সারবেন বাংলার সব দলের সাংসদরা। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম বিভিন্ন রাজ্যের সাংসদদের সঙ্গে মিলিত হচ্ছেন। সংসদ অধিবেশন চলায় দিল্লিতেই রয়েছেন সাংসদরা। সেই কারণেই তাঁদের ডেকে পরিচয় পর্ব সারছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার বাংলার সাংসদদের সঙ্গে দেখা করবেন তিনি।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে দলীয় কার্যালয়ে বৈঠক তৃণমূল সাংসদদের। দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সকাল ১১:৩০ টা নাগাদ দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ধরনা কর্মসূচি নেই। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বলে সূত্রের খবর।

আরও পড়ুন: কলকাতায় গঙ্গার ঘাটের কাছে মরণ ফাঁদ, একের পর এক মৃত্যু! কী কারণ, কী রয়েছে গঙ্গার নীচে?

এবারের অধিবেশনে বিরোধীদের সব চেয়ে বড় হাতিয়ার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার। এ ছাড়াও রয়েছে এসবিআই ইস্যু। আপ নেতা মনীশ সিসোদিয়াকে গ্রেফতারের পর কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিষয়টি নিয়ে জোরদার প্রচার শুরু করেছে বিরোধীরা।

আরও পড়ুন: ধারণা ছিল না কারও, এবার এমন একজনকে ডাকল ইডি, তিহাড়েও আরও ভয় গ্রাস অনুব্রত মণ্ডলকে!

একই সঙ্গে মহিলা সংরক্ষণ বিল নিয়েও আওয়াজ তুলবে বিরোধী দলগুলি। তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই মহিলা সংরক্ষণ বিলের দাবি তোলা হয়েছে। বিষয়টি নিয়ে গত সপ্তাহে বিক্ষোভ করেছেন বিআরএস নেত্রী কে কবিতা। তৃণমূল শিবিরের অ্যাজেন্ডার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্যের বকেয়া আদায় করা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, গ্যাসের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক সীমান্ত মজবুত করার মতো ইস্যুগুলি।

এ ছাড়াও বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি নিয়ে সংসদে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। এ ছাড়াও রয়েছে কেন্দ্রীয় সরকারের এজেন্সি কাজে লাগিয়ে বিরোধী দলের নেতাদের হেনস্থা করার অভিযোগ। সিবিআই, ইডি আয়কর দফতরের মতো এজেন্সি গুলিকে কাজে লাগিয়ে সরকারের সমালোচকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। এবার তা নিয়ে সংসদেও আলোচনা চায় তৃণমূল।

Published by:Suman Biswas
First published:

Tags: Parliament, TMC, TMC MP