#কলকাতা: কিছুদিন আগেই চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চোট পাওয়া পা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। 'পায়ে ব্যথা, বারমুডা পরুন,' এই মন্তব্য করেছেন তিনি। এবার সেই ঘটনায় দিলীপ ঘোষের চরম নিন্দায় টুইট করলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান।
দিলীপ ঘোষ মমতা সম্পর্কে মন্তব্য করেন, "মুখ্যমন্ত্রী এক পা ঢেকে রাখছেন, আর এক পা শাড়ির বাইরে বের করে রাখছেন। জীবনে কাউকে এভাবে শাড়ি পরতে দেখিনি। যদি তিনি তাঁর পা দেখাতে চান, তাহলে তিনি বারমুডা শর্টস পরুন। তাতে তাঁর পা আরও ভালভাবে দেখা যাবে।" এই মন্তব্যেরই নিন্দা করে নুসরত টুইট করেছেন।
Misogyny & the need to control women as per the wishes of men is so deeply embedded in @BJP4India leaders that it's a matter of national concern now.@DilipGhoshBJP previously abused our CM @MamataOfficial in a public meeting. Now this.
I repeat - #NoVoteToBJP! Not even one! https://t.co/RWIQdRPEMd — Nusrat Jahan Ruhi (@nusratchirps) March 25, 2021
নুসরত লিখেছেন, বিজেপির নেতাদের মধ্যে নারীবিদ্বেষ এবং পুরুষদের ইচ্ছে অনুযায়ী নারীদের দমিয়ে রাখার প্রবণতা ব্যাপক ভাবে দেখা যায়। এই বিষয়টি এখন দেশের চিন্তা কারণ হয়ে দাঁড়িয়েছে। দিলীপ ঘোষকেও সরাসরি কটাক্ষ করে নুসরত বলছেন, এর আগেও মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য জনসভার মধ্যে খারাপ ভাষায় আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। আমি আবার বলছি, বিজেপিকে একটিও ভোট নয়।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও এই বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি টুইট করেছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি জনসভায় জিজ্ঞাসা করেছেন কেন মমতাদি শাড়ি পরছেন। তাঁর বারমুডা পরা উচিত নিজের পা ভালো করে দেখানোর জন্য। আর এই বিকৃতকাম বাঁদরগুলি ভাবে তারা বাংলায় জিততে চলেছে? আরও বহু রাজনৈতিক ব্যক্তিত্বই এই ঘটনার নিন্দা করেছেন। নেটিজেনরাও দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনার ঝড় তুলেছেন।