নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসে (TMC) "দম বন্ধ" হয়ে আসছিল বলেই সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)৷ শুক্রবার রাজ্যসভায় দাঁড়িয়েই এই ঘোষণা করেন প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী৷ শুধু দলই ছাড়লেন না দীনেশ, নিজের ট্যুইটার অ্যাকাউন্টেও আনলেন চোখে পড়ার মতো পরিবর্তন৷
এতদিন দীনেশের ট্যুইটার হেডারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেই নিজের ছবি দেখা যেত৷ কিন্তু বড় ঘোষণার পরেই মমতার বদলে স্বামী বিবেকানন্দের ছবি এনে বসালেন তিনি৷ ট্যুইটার থেকেও সরিয়ে দিলেন মমতাকে৷ দীনেশের বক্তব্য, মমতাকে দেখেই তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ কিন্তু এখন দল আর মমতার হাতে নেই৷ তবে রাজনীতি ছাড়ছেন না দীনেশ৷ বদলাতে চলেছেন দল৷
সূত্রের খবর, এবার গুজরাট থেকে বিজেপির হয়ে রাজ্যসভায় যেতে পারেন দীনেশ ত্রিবেদী। দীনেশের পদ্মশিবিরে আসা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ অর্জুন সিং, শমীক ভট্টাচার্যরাও জানিয়েছেন যে, তাঁদের অসুবিধে নেই দীনেশ বিজেপি-তে যোগদান করলে।দীনেশ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে হেরে যান এই অর্জুন সিংয়ের কাছেই৷ অর্জুনেরই দাবি যে, দীনেশ তাঁদের দলে আসছেন৷