#চণ্ডীপুর : পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর (Chandipur) থেকে বিধানসভা ভোটে জয়ী হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। প্রথমবার নির্বাচনী জয়ের স্বাদ পেয়েছেন সোহম। ভোট প্রচারের ময়দানে চণ্ডীপুর (Chandipur) বিধানসভা কেন্দ্রে ঠিক যেমনটা খেটেছিলেন, প্রতিদানও পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একনিষ্ঠ সৈনিক। এরপর বৃহস্পতিবার আসে সেই বহু অপেক্ষিত দিন। বিধায়ক হিসেবে শপথ নেন সোহম। তবে অতিমারীর পরিবেশেও সময় নষ্ট করতে রাজি নন মমতা-অভিষেকের বিশ্বাসভাজন টলিউডের তারকা বিধায়ক সোহম।
ভোটে জেতার পর শুক্রবারই প্রথম নিজের বিধানসভা এলাকায় এসেছিলেন তৃণমূলের তারকা বিধায়ক। বেশ কিছুক্ষণ এলাকায় কাটান তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখে এই নিয়ে তিন-তিনবার নির্বাচনে দাঁড়ানো এবং প্রথমবার জয়ী তৃণমূল নেতা সোহম বলেন "বিধায়ক হতে পেরেছি। সেটা কম বড় প্রাপ্তি নয়। মন্ত্রীত্বের ব্যাপারটা ঠিক করবেন নেত্রী। এনিয়ে আমার কোনও বক্তব্য নেই!"
চণ্ডীপুরে এইদিন দলের কর্মীদের সঙ্গে বৈঠক করেন নব নিযুক্ত বিধায়ক। বৈঠকে হাজির তৃনমুল নেতা কর্মীরা এলাকার বিধায়ককে সংবর্ধনা দেন। উত্তরে এলাকার নতুন বিধায়ক বলেন- "এলাকার উন্নয়ন করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। বর্তমানে করোনার কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে।"
উল্লেখ্য, বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথবাক্য পাঠ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার বিধায়ক পদে শপথ নেন মমতা-শিবিরের একগুচ্ছ তারকাপ্রার্থী। চিরঞ্জিৎ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিকদের সঙ্গে এদিন শপথ নেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এঁদের মধ্যে চিরঞ্জিৎ ছাড়া বাকি প্রত্যেকেই প্রথমবারের জন্য বিধায়ক পদে শপথ গ্রহণ করেন।
সুজিত ভৌমিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।