#কলকাতা: লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছিল তৃণমূল কংগ্রেস৷ একই ভাবে কলকাতা পুরসভা নির্বাচনের জন্য নির্দিষ্ট দশ প্রতিশ্রুতি দিয়েই ভোটের লড়াইয়ে নামছে শাসক দল (TMC Manifesto for KMC Elections 2021)৷ যার নাম দেওয়া হয়েছে কলকাতার দশ দিগন্ত৷ এ দিন হাজরায় মহারাষ্ট্র নিবাস হলে আনুষ্ঠানিক ভাবে এই ইস্তেহার প্রকাশ করা হল৷
তৃণমূল (TMC) অবশ্য একে নির্বাচনী ইস্তেহার বলতে নারাজ৷ বরং কলকাতার উন্নয়নে যে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলিকে আগামী দিনে শহরের উন্নয়নের রূপরেখা বলেই দাবি করা হচ্ছে৷
আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার মডেল গোয়াতেও! পাঁচশোর বদলে মাসে পাঁচ হাজার, প্রতিশ্রুতি তৃণমূলের
তৃণমূল আগামী পাঁচ বছরের জন্য যে রূপরেখা তৈরি করেছে, তার মধ্যে বিশেষ জোর দেওয়া হয়েছে টালিগঞ্জ, যাদবপুর এলাকার পানীয় জল সরবরাহের উপরে৷ কারণ সংযোজিত এলাকার এই ওয়ার্ডগুলিতে জল সরবরাহ নিয়ে সমস্যা রয়েছে৷ এর পাশাপাশি নিকাশি ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়া হবে বলে দাবি করা হয়েছে৷ তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী শহরের রাস্তা হবে গর্তবিহীন, ডেঙ্গি নিয়ন্ত্রণে তৈরি করা হবে তিরিশটি বিশেষ কেন্দ্র৷ পাশাপাশি জোর দেওয়া হয়েছে পার্ক, বাজার এবং গঙ্গার ঘাটগুলি আরও পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার উপরে৷
এর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হল এবং মহিলাদের জন্য শৌচালয়ও তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে৷ স্বাস্থ্যকেন্দ্রগুলিরও মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে শাসক দল৷
আরও পড়ুন: আগরতলার রাস্তা নয়, ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুল! ফের বিভ্রাট
তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'কলকাতা তিলোত্তমা হয়েছে। তাকে আরও তিলোত্তমা করতে হবে। সেই লক্ষ্যেই এই ইস্তাহার। আমরা আশাবাদী শুধু নই, দৃঢ় প্রতিজ্ঞ। যে দাবি সনদ পেশ করেছি তা আমাদের প্রার্থীরা করে দেখাবেন। ১৪৪ আসনেই আমরা জয়যুক্ত হব। যাঁরা পুর প্রতিনিধি হবেন, তাঁদেরকে বলছি এই ইস্তাহারকে বেদ বাক্যের মতো সঙ্গে নিয়ে থাকবেন। কোথায় কোথায় দুর্বলতা আছে, কোথায় কোথায় আরও কাজ করতে হবে। আর মনে রাখবেন আপনাদের যেন দেখা যায়। দশ দিগন্তে কিছু নতুন অংশ আছে।'
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের দেশে মুম্বই, আমেদাবাদ, গুজরাতকে বলা হয় অর্থনৈতিক রাজধানী। কলকাতাকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী। পর্যটন কেন্দ্রকে আরও সংরক্ষিত করা হবে। এটা মুখ্যমন্ত্রীর ভিশন। কলকাতা শহরে কোনও জড়তা নেই। শহর সবদিক থেকে পরিপূর্ণতা পেয়েছে। তাই ভোট চেয়েছি। আজও দেখলাম বিজেপি রাজ্য সভাপতি ঘৃণ্য অভিযোগ করছেন। অসত্য কথা বলছেন। সম্প্রীতি রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ দেশের কাছে। আগামী দিনে আরও কাজ হবে। এমপি ল্যাড থেকেও টাকা নিয়ে কাজ হবে। দলের উপরে পুরো মাত্রায় বিশ্বাস রাখুন।
এক একটা উপনির্বাচনে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছি। ভোট নিয়ে দল প্রথম থেকেই বার্তা দিচ্ছে যাতে মানুষের অভিপ্রায়কে সম্মান করা হয়। ইস্তেহারের প্রতিটা শব্দে দলের ভাবনা আছে৷ '
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: KMC Elections 2021