#কলকাতা: নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন প্রচার কৌশলে বিজেপি সহ প্রতিপক্ষদের টেক্কা দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ সোমবারই প্রকাশ্যে এসেছিল তৃণমূলের নতুন অ্যানিমেশন ভিডিও সিরিজ 'ফাইটার দিদি'-র প্রথম পর্ব৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের চমক দিল শাসক দল৷ এবার বহুল জনপ্রিয় ভিডিও গেম সুপার মারিও-র আদলে তৈরি হল নতুন ভিডিও৷ যেখানে দেখা যাচ্ছে মোদি- শাহদের ছিটকে দিয়ে নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন তৃণমূলনেত্রী৷
অতীতে বহুল জনপ্রিয় এই গেমের মূল বৈশিষ্ট্যই ছিল শত্রুপক্ষের বিভিন্ন ফাঁদ পেরিয়ে খেলার একের পর এক লেভেল শেষ করা৷ তৃণমূলের এই নতুন ভিডিও ওই গেমের অনুকরণেই তৈরি করা হয়েছে৷ মারিওর বদলে মূল চরিত্রটি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ দেখা যাচ্ছে, একের পর এক বাধা টপকে এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ আর বিভিন্ন ধাপে ফুটে উঠছে গত দশ বছরে সরকারের বিভিন্ন সফল প্রকল্প এবং কর্মসূচি৷ এক জায়গায় নরেন্দ্র মোদি এবং অমিত শাহের আদলে দুই কার্টুন চরিত্রকেও দেখা গিয়েছে ভিডিও-তে৷ সহজেই তাদের ছিটকে দিয়ে এগিয়ে গিয়েছেন তৃণমূলনেত্রী৷ তবে ভিডিও-র শেষ ভাগে দেখা যাচ্ছে, তৃণমূলের ইস্তেহারে দেওয়া দশ প্রতিশ্রুতির উপর ভর করেই লাল বাড়িতে ঢুকলেন মমতা৷ ফলে প্রশ্ন উঠছে, এবার কি ক্ষমতায় ফিরলে নীল বাড়ি নবান্নের বদলে লাল বাড়ি মহাকরণেই ফিরতে চান মুখ্যমন্ত্রী?
বাংলায় উন্নয়নের দিশা দেখাচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে!
বাংলার ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে! তাইতো বলি, এবার খেলায় জিতবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে! pic.twitter.com/MwQMCLfCG8 — All India Trinamool Congress (@AITCofficial) March 23, 2021
সোমবারই ফাইটার দিদি নামে নতুন অ্যানিমেশন ভিডিও সিরিজ প্রকাশ করেছিল তৃণমূল৷ যেখানে দেখা গিয়েছিল, কী ভাবে নন্দীগ্রামে বহিরাগতদের কুপোকাত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একের পর এক হাইটেক প্রচারে নিঃসন্দেহে বিরোধীদের টেক্কা দিল শাসক দল৷ স্বল্প দৈর্ঘ্যের এই অভিনব ভিডিওগুলির ভাবনা নিঃসন্দেহে মানুষের মনে দাগ কাটতে বাধ্য৷ এবারের নির্বাচনে বামেদের অভিনব প্রচার কৌশলও বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছে৷ টুম্পা সোনা গান থেকে শুরু করে জনপ্রিয় বিজ্ঞাপনের ট্যাগলাইন ব্যবহার- গোঁড়ামি ছেড়ে বেরিয়ে এসে প্রবীণ বাম নেতারাও এখন নতুন প্রচার কৌশলকে সমর্থন করছেন৷ বামেদের নিশানায় অবশ্য তৃণমূল- বিজেপি দুই পক্ষই রয়েছে৷ তৃণমূলের এই হাইটেক প্রচারে অবশ্য নির্দিষ্ট ভাবে বিজেপি এবং তাদের নেতাদেরই টার্গেট করা হয়েছে৷