#কলকাতা: তৃণমূলের যাবতীয় সাংগঠনিক কাজ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হল প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে৷ সূত্রের খবর, রত্নার বেশ কিছু কাজে দল বেজায় অসন্তুষ্ট৷ তাই তাঁকে সাংগঠনিক কাজ থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷
শোভন চট্টোপাধ্যায় দল ছাড়ার পরে কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক দায়িত্ব পালন করছিলেন রত্না৷ যদিও ওই ওয়ার্ডে খোকন গায়েনকেই দলের সভাপতি পদে রাখা হয়৷ কিন্তু প্রতিদিন ওয়ার্ড সামলানোর বিষয়ে মূলত সক্রিয় ছিলেন রত্নাই৷
১৩১ নম্বর ওয়ার্ডে শোভনের জায়গায় নিজেকে তুলে ধরতে মরিয়া ছিলেন রত্না। গত সপ্তাহেই বৃক্ষরোপণ কর্মসূচিতে আয়োজকের ভূমিকায় দেখা যায় তাঁকে। তবে হঠাত্ কেন এই সিদ্ধান্ত নিল তৃণমূল ? সূত্রের খবর, সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত একতরফা নিচ্ছিলেন রত্না। যাতে ক্ষুব্ধ হয় দলীয় নেতৃত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকরা যদিও এই ঘটনায় অন্য বিশ্লেষণ খুঁজছেন।
তবে কী শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরাকে নিশ্চিত করতেই ডানা ছাঁটা হল রত্নার? কারণ রত্নার সক্রিয়তায় অসন্তুষ্ট ছিলেন শোভন। কালীঘাটে বিজয়ার প্রণাম সারতে গিয়ে এ বিষয়ে নিজের আপত্তির কথাও দলনেত্রীকে জানান শোভন। অনেকেই মনে করছেন, বিজেপি ছেড়ে তৃণমূলেই ফিরতে পারেন শোভন। শোভনের ফেরা মসৃণ করতেই রত্নার ডানা ছেঁটে দেওয়া হল কি না, প্রশ্ন উঠছে৷
SOURAV GUHA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TMC