#কলকাতা : দুর্গা পুজো হোক, বাড়ির লক্ষ্মী পুজো কিংবা জগদ্ধাত্রী পুজো... মন্ত্রিত্বের ব্যস্ততা থেকে সময় বার করে নামাবলী গায়ে শোভন দেব চট্টোপাধ্যায় মেতে ওঠেন পুজো আচ্চা, হোম যজ্ঞ, আরতিতে।
রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী কিন্তু পারিবারিক সূত্রে ছোটবেলা থেকেই পুজো আচ্চাতে সিদ্ধহস্ত। তাই ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়ের হাজরা পার্কের মেগা বাজেটের দুর্গোৎসব থেকে তৃণমূল ভবনের সরস্বতী পুজো কিংবা গলফ ক্লাব রোডের বাড়িতে জগদ্ধাত্রী পুজো...হোম যজ্ঞ থেকে মন্ত্রোচ্চারণ কিংবা মায়ের আরতি, সবটাই নিজে হাতে করেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।
সোমবার যেমন গলফ ক্লাব রোডের বাড়িতে সন্ধে থেকেই সাজ-সাজ রব। মা জগদ্ধাত্রীর সামনে বসে পুজোর আচার সারলেন নিজের হাতে। তারপর পঞ্চপ্রদীপ হাতে মায়ের আরতি। সবটাই শাস্ত্র মতে, রীতিনীতি মেনে। প্রশ্ন করতেই বিদ্যুৎ মন্ত্রীর সহাস্য জবাব, '১৩ বছর বয়সে পৈতে হয়েছিল। তখন থেকেই পুজোর রীতিনীতি, আদব কায়দা সবটাই পারিবারিক সূত্রে শেখা। আজ এত বছর পরেও সেই অভ্যাস, সেই সংস্কার থেকে বের হতে পারিনি।"
মায়ের কাছে কী চাইলেন ? কী প্রার্থনা করলেন ? উত্তরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বলেন, ' তৃণমূল সরকারের মন্ত্রী বলেই বলছি না, এই রাজ্যের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই আবারও প্রয়োজন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ের প্রার্থনা তো তাই থাকবেই।'
PARADIP GHOSH
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shovandev Chatterjee