হোম /খবর /কলকাতা /
আজ তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক, প্রার্থীতালিকায় আসতে পারে এই নতুন মুখগুলি

আজ তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক, প্রার্থীতালিকায় আসতে পারে এই নতুন মুখগুলি

তৃণমূলে শেষমূহূর্তের ঝাড়াইবাছাই চলছে প্রার্থীতালিকা বাছাইয়ের আগে। ছবিতে তৃণমল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলে শেষমূহূর্তের ঝাড়াইবাছাই চলছে প্রার্থীতালিকা বাছাইয়ের আগে। ছবিতে তৃণমল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন মুখ এবং ভাবমূর্তি, এই শর্তগুলির উপরেই জোর দিতে চাইছে ঘাসফুল শিবির।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। সকলেই সাগ্রহে অপেক্ষা করছে কোন দল কোথায় কাকে প্রার্থী করে তা দেখার জন্য। এই আবহে, আজ তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সূত্রের খবর, আজই প্রার্থীতালিকা নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন কমিটির সদস্যরা। সেই তালিকায় কারা স্থান পাবেন, কোন চমক থাকবে তাই নিয়ে আগ্রহের অন্ত নেই। শেষ বেলায় বেশ কিছু নতুন মুখ দলে আসায় জল্পনা আরও জমেছে। সূত্রের খবর, নতুন মুখ এবং ভাবমূর্তি এই শর্তগুলির উপরেই জোর দিতে চাইছে ঘাসফুল শিবির।

সূত্রের খবর, এবার ৪০ বছরের নীচে বয়স এমন প্রার্থী সংখ্যা বেশি থাকবে। মহিলা প্রার্থীর ওপর বিশেষ নজর দিচ্ছে দল। পাশাপাশি বেশ কয়েকজন হেভিওয়েট নেতা মন্ত্রীদের আসন বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বেশ কিছু যুব নেতাদের প্রার্থী করা হতে পারে

এবার এক নজরে দেখে নেওয়া যাক তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় কোন নতুন মুখ থাকতে পারে-

১- প্রার্থী হতে পারেন সুদীপ রাহা যুবনেতা২-প্রার্থী হতে পারেন দেবাংশু চক্রবর্তী

৩-প্রার্থী হতে পারেন সুপ্রকাশ গিরি৪-প্রার্থী হতে পারেন দেবরাজ চক্রবর্তী৫-প্রার্থী হতে পারেন উমা সরেন৬-প্রার্থী হতে পারেন ছত্রধর মাহাতো৭-প্রার্থী হতে পারেন সৌমিক দে৮-প্রার্থী হতে পারেন সোহম চক্রবর্তী৯-প্রার্থী হতে পারেন রাজ চক্রবর্তী১০-প্রার্থী হতে পারেন কাঞ্চন মল্লিক১১- প্রার্থী হতে পারেন মনোজ তিওয়ারী১২-প্রার্থী হতে পারেন সায়নী ঘোষ১৩-প্রার্থী হতে পারেন সুদেষ্ণা রায়১৪-প্রার্থী হতে পারেন অনন্যা চ্যাটার্জি১৫-প্রার্থী হতে পারেন প্রাক্তন আই পি এস হুমায়ুন কবীর১৬-প্রার্থী হতে পারেন তৃণাঙ্কুর চ্যাটার্জী

এছাড়াও রাজেশ লাকড়া, অরিন্দম গুইন-দের নাম থাকতে পারে প্রার্থী তালিকায়।

Published by:Arka Deb
First published:

Tags: TMC candidate List, West Bengal Assembly Election 2021