#কলকাতা: সভার মূল উদ্যোক্তা অখিল গিরি অসুস্থ৷ তাই পিছিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের কর্মসূচি৷ এমনই জানানো হল তৃণমূলের তরফে৷ আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে সভা করার কথা ছিল তৃণমূলনেত্রীর৷
গত ২৩ ডিসেম্বর তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছিল, ৭ জানুয়ারি শহিদ দিবসে নন্দীগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম সফর ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আগ্রহ তৈরি হচ্ছিল৷ তার উপর, শুভেন্দু অধিকারীও ঘোষণা করেন, ঠিক তার পরের দিন ৮ জানুয়ারি নন্দীগ্রামে সভা করে মমতার সভার জবাব দেবেন তিনি৷ যার জেরে আরও বেড়ে যায় রাজনৈতিক উত্তাপ৷
কিন্তু এ দিনই তৃণমূলের তরফে জানানো হয়, ৭ জানুয়ারি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা পিছিয়ে দেওয়া হচ্ছে৷ তবে তা সম্ভবত এ মাসেই অন্য কোনও দিন হবে৷ যদিও আচমকা কেন সভা পিছিয়ে দেওয়া হল, তা নিয়ে জল্পনা তৈরি হয়৷ এ দিন অবশ্য তৃণমূলের তরফে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, রামনগরের বিধায়ক এবং জেলায় তৃণমূলের কো- অর্ডিনেটর অখিল গিরি অসুস্থ৷ সেই কারণেই পিছিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর সভা৷ তবে তা বাতিল করা হচ্ছে না৷ সুব্রত বাবু জানান, 'অখিল গিরি ওই সভার মূল সংগঠক ছিলেন৷ ফলে তাঁকে বাদ দিয়ে এখন নন্দীগ্রামে সভা করা আমাদের দলের পক্ষে অসুবিধেজনক৷'
রামনগরের বিধায়ক অখিল গিরি করোনায় আক্রান্ত হয়েছেন৷ এই মুহূর্তে বেলেঘাটার আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷
বরাবরই শুভেন্দু অধিকারীর বিরোধী শিবিরের নেতা বলে পরিচিত অখিল গিরি৷ শুভেন্দু বিজেপি-তে যোগদানের পর শাসক দলে অখিলের গুরুত্ব আরও বেড়েছে৷ এ বার তাঁর জন্য সভা পিছিয়ে দিয়ে দলের তরফে বুঝিয়ে দেওয়া হল, নন্দীগ্রামেও অখিল গিরির গুরুত্ব কতটা৷ যা কার্যত ঘুরিয়ে নন্দীগ্রামে শুভেন্দুর ভূমিকাকেই উপেক্ষা করার বার্তা বলেই মনে করা হচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Nandigram, Suvendu Adhikari, TMC