#কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। যতদূর জানা যাচ্ছে, জ্বরে কাবু তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে তাঁকে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।। রাজ্যে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তৃণমূল, বিজেপি, সিপিএম, সব দলের প্রার্থীরাই ইতিমধ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন তাঁরা। কারণ এবার বাংলা দখলের লড়াই সত্যিই বেশ কঠিন। তবে এমন গুরুত্বপূর্ণ সময় সোহম অসুস্থ হয়ে পড়লেন। ফলে ভোটের আগে তাঁর প্রচারে যাওয়ার সম্ভাবনা কতটা, তা নিয়েও প্রশ্ন থাকছে। পয়লা এপ্রিল দ্বিতীয় দফার ভোট চণ্ডীপুরে। ফলে সেখানে এখন বিরোধী শিবির জোরকদমে প্রচার চালাচ্ছে। কিন্তু অসুস্থতার কারণে সোহম অনুপস্থিত। টলিউডের অভিনেতার পরিবার সূত্রে জানা যাচ্ছে, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে আগের থেকে তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল। যদিও আপাতত তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে না বলেই জানা যাচ্ছে। সাধারণ ফ্লু হলেও সোহম বেশ অসুস্থ হয়ে পড়েন। তাই পরিবারের লোকজন আর কোনও ঝুঁকি নিতে চাননি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।