হোম /খবর /কলকাতা /
অসুস্থ চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম, ভর্তি হাসপাতালে

অসুস্থ চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম, ভর্তি হাসপাতালে

গুরুত্বপূর্ণ সময় সোহম অসুস্থ হয়ে পড়লেন। ফলে ভোটের আগে তাঁর প্রচারে যাওয়ার সম্ভাবনা কতটা, তা নিয়েও প্রশ্ন থাকছে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। যতদূর জানা যাচ্ছে, জ্বরে কাবু তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে তাঁকে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।। রাজ্যে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তৃণমূল, বিজেপি, সিপিএম, সব দলের প্রার্থীরাই ইতিমধ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন তাঁরা। কারণ এবার বাংলা দখলের লড়াই সত্যিই বেশ কঠিন। তবে এমন গুরুত্বপূর্ণ সময় সোহম অসুস্থ হয়ে পড়লেন। ফলে ভোটের আগে তাঁর প্রচারে যাওয়ার সম্ভাবনা কতটা, তা নিয়েও প্রশ্ন থাকছে। পয়লা এপ্রিল দ্বিতীয় দফার ভোট চণ্ডীপুরে। ফলে সেখানে এখন বিরোধী শিবির জোরকদমে প্রচার চালাচ্ছে। কিন্তু অসুস্থতার কারণে সোহম অনুপস্থিত। টলিউডের অভিনেতার পরিবার সূত্রে জানা যাচ্ছে, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে আগের থেকে তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল। যদিও আপাতত তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে না বলেই জানা যাচ্ছে। সাধারণ ফ্লু হলেও সোহম বেশ অসুস্থ হয়ে পড়েন। তাই পরিবারের লোকজন আর কোনও ঝুঁকি নিতে চাননি।২০১৪ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন সোহম চক্রবর্তী। এরপর ২০১৬ সালে ভোটের লড়াইয়ে নামেন তিনি। বাঁকুড়ার বড়জোড়া থেকে সেবার তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। যদিও জিততে পারেননি তিনি। তার পরও হাল ছাড়েননি সোহম। তৃণমূলের হয়ে মাঠে নেমে কাজ করেছেন। বাংলার বিভিন্ন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাঁকে দেখা গিয়েছে বরবার। এবারও নন্দীগ্রামের প্রচারে মমতার পাশে ছিলেন তিনি। সেই সফরে মমতা পায়ে চোট পেয়েছিলেন। এবার সোহম আচমকা অসুস্থ হয়ে পড়লেন। আপাতত ভোটের ময়দান থেকে ছিটকে গেলেন তিনি।

Published by:Suman Majumder
First published:

Tags: Soham Chakraborty, West Bengal Assembly Election 2021