কলকাতা: তৃণমূলের থেকে সংসদ বিষয়ক পাঠ নিল বিজেপি। সোমবার, বিধানসভায় নবাগত বিধায়কদের সংসদীয় রীতিনীতির পাঠ দিতে 'ওরিয়েন্টেশন শিবির' এর আয়োজন করেছিলেন অধ্যক্ষ্য বিমান বন্দোপাধ্যায়। নবাগত বিধায়কদের পাঠ দিতে এদিন উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, তাপস রায়ের মত শাসক দলের সাংসদ ও বিধায়করা। তাৎপর্যপূর্ন ভাবে সেই অনুষ্ঠানে আজ যোগ দিল বিজেপি।
২১ এর বিধানসভার শুরুর কয়েক মাস পরেই, বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া দলত্যাগী বিধায়ক মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা ও অধিবেশন চলাকালীন শুভেন্দু অধিকারী সহ বিজেপির কয়েকজন বিধায়ককে সাসপেন্ড করার সিদ্ধান্তের প্রতিবাদে, স্পিকারের অনুষ্ঠান বয়কট শুরু করে বিজেপি। প্রতিবাদে বিধানসভার স্ট্যান্ডিং ও হাউস কমিটির চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ায় তারা। বিধানসভায় স্পিকারের সর্বদল বৈঠকেও অনুপস্থিত থাকে বিজেপি। এরপর থেকে্ বিধানসভায় মণীষীদের জন্মদিন উদযাপন থেকে শুরু করে সব সরকারি অনুষ্ঠানই কার্যত বয়কট করে চলেছে বিজেপি।
আরও পড়ুন - Nabanna: স্মৃতির অভিযোগের পরেই কি এত তৎপরতা? নবান্নের বৈঠক ঘিরে প্রশ্ন
এই পরিস্থিতিতে সোমবার বিধানসভায় সরকারি অনুষ্ঠানের মঞ্চে স্পিকারের পাশের আসনে বসলেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তৃণমূল সাংসদ সৌগত রায়ের থেকে বিজেপি বিধায়করা নিলেন সংসদ বিষয়ক রীতিনীতির পাঠ। আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিধানসভার গুরুত্বপূর্ন বাজেট অধিবেশন। তার আগে, বিজেপি পরিষদীয় দলের এই ভূমিকাকে রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও, সভায় আমন্ত্রিত হয়েও অনুপস্থিত ছিলেন বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠান শুরু হওয়ার কিছুটা পরে বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা, বিধায়ক অশোক লাহিড়ী, বিশ্বনাথ কারক,বঙ্কিম ঘোষ নিখিল রঞ্জন দে ও চন্দনা বাউড়িরা বিধানসভায় নব নির্মিত ভবনের বিশেষ প্রশিক্ষন শালায় এসে উপস্থিত হন। কর্মশালায় তখন তৃণমূল সাংসদ সৌগত রায় সংসদীয় রীতিনীতি নিয়ে ভাষন দিচ্ছিলেন। কর্মশালায় অংশ নিয়ে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বানাথ কারক, সৌগত রায়ের কাছে কয়েকটি বিষয়ে জানতেও চান। বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরও দেন সৌগত। যদিও, দলের একাংশের মতে, সংসদীয়,রীতিনীতির ক্লাসে সৌগত রায়, স্পীকারকে হাতের নাগালে পেয়েও, আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার মত হাতে গরম ইস্যুকে কাজে লাগানো উচিত ছিল দলীয় বিধায়কদের।
আরও পড়ুন - Weather Alert: আবহাওয়ার তোলপাড়! প্রবল তুষারপাত, বৃষ্টির অ্যালার্ট, রইল বাংলার ওয়েদার আপডেট
এদিকে, প্রথমার্ধের অধিবেশনের শেষে বিরোধী বিজেপি বিধায়কদের কর্মশালায় অংশ নেওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করে স্পিকার বলেন, 'এটাইতো কাম্য। দেরিতে হলেও, বিরোধীদের এই আচরন প্রশংসনীয়৷ যদিও, ওরা মাত্র ৫ -৬ জন এসেছেন। সবাই এলে ভাল লাগত। "
আর, আচমকা ' বয়কট ' ভেঙে বিধানসভায় সরকারি অনুষ্ঠানে সামিল হওয়া নিয়ে বিজেপির মনোজ টিগ্গা বলেন, 'সংসদীয় রীতিনীতি জানাটা জরুরী। সৌগত রায় দীর্ঘদিনের সাংসদ, বিধায়ক হিসাবেও তার অভিজ্ঞতা প্রচুর। তবে, বক্তার তালিকায় সংবিধান ও অরাজনৈতিক সংসদ বিশেষজ্ঞদের সামিল করা গেলে আরো ভাল হত।'
২১ এর বিধানসভা নির্বাচনের নিরীখে খাতায় কলমে বিধানসভায় শাসক দল তৃণমূলের সদস্য২১৩। বিজেপি ৭৭। যদিও, সর্বশেষ হিসাবে বিধানসভায় বিজেপি বিধায়ক এখন ৬৯ জন। এদের শতকরা ৯০ ভাগ নবাগত। শাসক শিবিরেও নবাগত বিধায়ক সাকুল্যে ৮০ থেকে ৯০ জন। কিন্তু, আজকের কর্মশালায় দুই শিবিরের নবাগত বিধায়কদের উপস্থিতি ছিল সত্যিই করুণ। তা নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন স্পিকার। তবে, আশাবাদী পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
ARUP DUTTAনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, MLA, Suvendu Adhikary, TMC