কলকাতা: কুলটি বিধানসভার বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। এদিন তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেস নেতা সমীর চক্রবর্তী। তাঁর অভিযোগ, আসানসোলের কুলটি এলাকায় গরু পাচারের সঙ্গে যুক্ত সেখানের বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের ছেলে কেশব পোদ্দার। মাসে তিনি এক কোটি ২০ লক্ষ টাকা তোলেন। কুলটি ৩ মন্ডলের, কাঞ্চন সিনহা মন্ডল সভাপতি, ও অবজারভার বিভাস সিংয়ের কথোপকথনের অডিও সামনে আনেন তিনি। সেই সঙ্গে বিজেপি বিধায়ক এবং তাঁর ছেলের গ্রেফতারির দাবি করেন তিনি।
তৃণমূল নেতার দাবি, "স্থানীয় বিজেপি নেতাদের কথোপকথনের অডিও ক্লিপ আমরা তুলে দিচ্ছি। সেখানের বিজেপি নেতা কাঞ্চন সিনহা ও বিভাস সিংয়ের অডিও ক্লিপ সামনে নিয়ে আসা হচ্ছে। অমিত শাহ একজন স্বরাষ্ট্র মন্ত্রী, আর তাঁর বিএসএফ গরু পাচারে সাহায্য করছে। দিল্লি থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত চলছে। একদিকে বিজেপি নেতারা যুক্ত।"
তিনি আরও বলেন, "বিধায়কের ছেলে প্রত্যহ চার লক্ষ করে তুলছে৷ আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। খোদ স্বরাষ্ট্র মন্ত্রক জড়িয়ে আছে৷ আর এখানে এসে ৩৫ আসন টার্গেট করছে। এই ঘটনার প্রকৃত তদন্ত হোক। বিধায়ক ও তার ছেলেকে গ্রেফতার করা হোক। প্রকৃত দোষীদের আড়াল করে, তৃণমূল কংগ্রেসকে কেন আক্রমণ করা হচ্ছে। বিভিন্ন রাজ্যে, বিজেপি বিরোধী নেতাদের ওপর কেন্দ্রীয় এজেন্সির নোটিশ দেওয়া হচ্ছে।"
আরও পড়ুন, এক কামড়েই উড়ে যাবে রাতের ঘুম! এই পোকা দেখলে খুব সাবধান
আরও পড়ুন, উধাও রোদ, শহরজুড়ে মেঘলা আকাশ! কখন নামবে বৃষ্টি, জানুন আবহাওয়ার আপডেট
সমীর চক্রবর্তী বলেন, "আমরা ইডি, সিবিআকে চিঠি দেব না। ওরা তদন্ত করে এটা বার করুক। আমরা বিজেপির এই একপেশে রাজনীতি প্রকাশ্যে নিয়ে এলাম। একদিকে বলছেন গো-মাতা, আর অন্যদিকে গোরু পাচার করছেন। ক্ষমতায় না এসেই এই অবস্থা। ক্ষমতায় আসলে কী হত ভাবুন। এজেন্সির নিরপেক্ষতা কোথায়?"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TMC