• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • বৃষ্টির জের ! বাড়ল উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়

বৃষ্টির জের ! বাড়ল উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়

representative image

representative image

 • Share this:

  #কলকাতা: গত চারদিন ধরে রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টির তাণ্ডবলীলা! প্রাকৃতিক দুর্যোগের জেরে নাজেহাল জনজীবন! আজও সকাল থেকে অবিরাম বৃষ্টি, কয়েকটি এলাকায় বেশি বৃষ্টি হওয়ায় মানুষের ভোগান্তির শেষ নেই! এদিকে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা! ঝড়-বৃষ্টির কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে নাকাল পরীক্ষার্থীরা! কাজেই আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১.১৫-এর বদলে পরীক্ষা চলবে ১.৩০ পর্যন্ত। বাকি দিনগুলির জন্য পুরনো নিয়ম বহাল থাকছে।

  First published: