বিশ্বজিৎ সাহা, কলকাতা: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে গরম আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে (West Bengal Weather Update) ৷
অনুকূল পরিবেশ, এগোচ্ছে মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ১৬ মে সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের বেশিরভাগ অংশে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে কিছু অংশে প্রবেশ করেছে। নির্ধারিত সময় ২২ মে আন্দামান-নিকোবর এ প্রবেশ করে মৌসুমী বায়ু। নির্ধারিত দিনের ছ’দিন আগেই ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বর্ষার প্রবেশ হয়েছে আন্দামানে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু সম্পূর্ণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে প্রবেশ করবে।
আরও পড়ুন- কেন সরানো হল বিপ্লব দেবকে? নেপথ্যে উঠে আসছে যে সব কারণ...
বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে ব্যাপক বৃষ্টির আশঙ্কা। আগামী ৫ দিন টানা ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। মধ্যপ্রদেশ, বিহার এবং ঝাড়খন্ডে আগামী ২৪ ঘণ্টা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।
এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অথবা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন- উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস? জেনে নিন
কলকাতায় আজ, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৮৫ শতাংশ। বৃষ্টি হয়নি গত ২৪ ঘণ্টায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Weather Forecast, Weather Report