corona virus btn
corona virus btn
Loading

হাসপাতালে চলছে কর্মবিরতি, সাগর দত্ত হাসপাতালে ৩ দিনের শিশুর মৃত্যু

হাসপাতালে চলছে কর্মবিরতি, সাগর দত্ত হাসপাতালে ৩ দিনের শিশুর মৃত্যু

দাবি মেনে না নেওয়ায় বিক্ষোভ অব্যাহত রাখেছেন আন্দোলনকারীরা ৷

  • Share this:

#কলকাতা: সাগর দত্ত হাসপাতলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ উঠল ৷ সাগর দত্ত হাসপাতলে জন্মের পর থেকেই শ্বাসকষ্ট শুরু হয়েছিল শিশুটির ৷ সে সময় হাসপাতালে ভেন্টিলেশন বন্ধ থাকায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে ৷ NRS কাণ্ডের জেরে কলকাতার বেশিরভাগ হাসপাতালেই চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ৷ ফলে সমস্ত হাসপাতলেই বন্ধ পরিষেবা ৷ শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতালে অচলাবস্থার জেরে কোথাও চিকিৎসা করা যায়নি দুধের শিশুটির ৷ উপায়ান্তর না দেখে ফের শিশুটিকে সাগর দত্তে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত্যু শিশুটির ৷ এরপরেই বিক্ষোভে ফেটে পড়েছে শিশুটির পরিবার ৷ সোমবার রাতে NRS-এ এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে হাসপাতাল চত্বর ৷ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে এই অভিযোগে জুনিয়র চিকিৎসকদের উপর চড়াও হন বৃদ্ধের পরিবারের লোকজন ৷ এরপর মঙ্গলবার সকাল থেকে ধর্নায় বসেন চিকিৎসকরা ৷ কর্মবিরতির ডাক দেন তাঁরা ৷ স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্যপ্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেও সমস্যার সমাধান হয়নি ৷ কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছিলেন আন্দোলনকারীরা ৷ আজ সকালে SSKM-এ যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যত দ্রুত সম্ভব কাজে যোগ দেওয়ার হুঁশিয়ারি দেন মমতা ৷ কিন্তু তাঁদের দাবি মেনে না নেওয়ায় বিক্ষোভ অব্যাহত রাখেছেন আন্দোলনকারীরা ৷

First published: June 13, 2019, 5:34 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर