#কলকাতা: জ্যোতিষীরা জানাচ্ছেন, এ বছরের গণেশ চতুর্থী নাকি অন্যান্য বছর থেকে অনেকটাই আলাদা ৷ কারণ, আজ এই তিথিতেই শনি তার নিজের স্থান পরিবর্তন করছে ৷ গত ৫৮ বছরে এমন তিথি-নক্ষত্র সমাবেশ আগে ঘটেনি। তাই এবারের গণেশ চতুর্থীতে সৌভাগ্যকে নিজের দিকে টানতে গণেশ উপাসনার নিয়মও একটু আলাদা ৷
১) সকাল থেকেই গোটা দেশে জাঁকজমকভাবে পালিত হচ্ছে গণেশ চতুর্থী ৷ আজকের দিনে গণেশ মন্ত্র উচ্চারণ করে নতুন কোনও কাজে হাত দিন ৷ আগামী ১০ দিন এরকমই করুন ৷
২) রোজ গণেশকে মোদক, মোতিচুরের লাড্ডু দিন ৷ সঙ্গে যেন অবশ্য থাকে চকোলেট ৷
৩) লাল শালুর ওপর গণেশ মূর্তি রেখে পুজো করুন ৷
৪) সাদা ফুল দিয়ে পুজো করুন গণেশকে ৷
৫) ২৫ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ৷ এই ১০ দিন গণপতি পূজা। এই অবসরে গণপতির কাছে বিশেষ প্রার্থনা নিয়ে আসতে পারে নীরোগ জীবন ও আর্থিক সমৃদ্ধি।
৬) দিনে অন্তত চার বার গণেশকে আরতি করুন ৷ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন গণেশের সামনে ৷
৭) গণেশ পুজো করার সময় অবশ্যই পরুন কালো বা সাদা পোশাক ৷