#কলকাতা- দুর্গাপুজো, বাঙালিদের সবচেয়ে বড় উৎসব । এই পাঁচটা দিনের আনন্দ উৎসবের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন মানুষ ৷ এবছর উৎসবের দিনগুলিতে কলকাতার প্যান্ডেলগুলিতে মা দুর্গার আশীর্বাদ নিতে যাঁরা আসবেন তাদের সবার জন্যে, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা আশ্বস্ত করার লক্ষ্যে ‘#ThirdEye’-এর নয়া উদ্যোগ নিহার ন্যাচরালসের ।
প্রতি বছর পুজো চলাকালীন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে ঘুরে বেড়ান, তাদের পছন্দমতো খাবার খান, পুজোর উন্মাদনায় মেতে ওঠেন। দুর্ভাগ্যবশত এই উৎসবের সময় মহিলারা অনেকসময়েই রাস্তায় হয়রানির শিকার হন।
‘দুষ্টের দমন ও ভালোর জয়’কে প্রতীকী করে এই উৎসব এবং মা দুর্গার জ্ঞান ও শক্তির উপর ভিত্তি করে অসুর বধের মতো নিহার ন্যাচরালস রাস্তায় মহিলাদের নিরাপত্তার জন্য নিজ উপায়ে সাহায্য করার লক্ষ্যে উদ্যোগী হয়েছে ।
এই উদ্যোগের মাধ্যমে, নিহার ন্যাচরালস বিভিন্ন প্যান্ডেলগুলির সাথে যুক্ত হয়েছে এবং সেখানে মা দুর্গার তৃতীয় নয়নের আকারে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। দক্ষিণ কলকাতার বিভিন্ন প্যান্ডেলে এগুলি লাগানো হয়েছে । এগুলি প্যান্ডেলে দর্শনার্থীদের উপর নজর রাখছে এবং মণ্ডপের সিকিউরিটি অফিসারদের কাছে তা লাইভ দেখানো হচ্ছে ।