কলকাতা: "এটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। মানুষের উপর যে অত্যাচার চালিয়েছেন অনুব্রত, কার্যত তা থেকে নিস্তার পাওয়ার আনন্দেই তাঁকে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান, কিম্বা 'গরু চোর' স্লোগান দেওয়াটাই স্বাভাবিক। সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুট করা হয়েছে। আমরা চাই তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হয়ে অপরাধীরা কঠোর সাজা পাক।" আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে কলকাতার জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসার সময় অনুব্রত মণ্ডলকে দেখে 'চোর চোর' স্লোগান কিম্বা বিমানবন্দরে সাধারণ মানুষের 'গরু চোর' স্লোগান দেওয়া প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।
দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডি তাঁকে বিমানবন্দরে পৌঁছতেই অনুব্রত মণ্ডলকে দেখে 'চোর চোর' স্লোগান ওঠে। বিমানবন্দরে ভিতর থেকেই কেউ একজন তৃণমূল নেতাকে দেখে এই স্লোগান দেন৷ এর আগে জোকা ইএসআই হাসপাতালেও অনুব্রত মণ্ডলকে দেখে গরু 'চোর স্লোগান' দেন বেশ কয়েকজন৷
আরও পড়ুন: জেনে নিন, এই দোলে কোন রাশির জন্য শুভ কোন বিশেষ রঙ, কী বলছে শাস্ত্র?
আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সাত সকালে অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে বের করে কলকাতার জোকা ইএসআই হাসপাতালে পৌঁছে দেয় পুলিশ৷ সেখানে তাঁকে পরীক্ষা করে ফিট সার্টিফিকেট দেন চিকিৎসকরা৷ এর পরেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য তাঁকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসেন ইডি আধিকারিকরা৷
আরও পড়ুন: সাংসদ হয়েও দিল্লি যেতে চাননি, বন্দি হিসেবেই রাজধানীতে পা পড়ল অনুব্রতর
বিমানবন্দরে অনুব্রত মণ্ডলকে ঘিরে যথেষ্ট উৎসাহ ছিল অন্যান্য যাত্রীদের মধ্যে। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিয়ে সোজা ভিআইপি লাউঞ্জে চলে যান ইডি কর্তারা৷ বিমানবন্দরে পৌঁছে লাল চা খান অনুব্রত৷ অসুস্থ বোধ করলেও ইডি কর্তাদের কাছে হাল্কা খাবারও খেতে চান তিনি৷ মঙ্গলবার সন্ধে ৬.৪৫ মিনিটের বিমানে কলকাতা থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি রওনা হয়ে ইডি আধিকারিকরা পৌঁছন দিল্লিতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।