corona virus btn
corona virus btn
Loading

পুজো আসছে,তবে এবারে চোখে পড়ছে এই বড় বদল

পুজো আসছে,তবে এবারে চোখে পড়ছে এই বড় বদল
Photo- Video Grab

শহরের এই কাঠামো জানান দিচ্ছে পুজো আসছে

  • Share this:

#কলকাতা: শহর জুড়ে পুজোর মরশুম। উত্তর থেকে দক্ষিণে তুঙ্গে প্রস্তুতি। বাঁশ পড়ছে বাগবাজারে। একডালিয়া ব্যস্ত ম্যারাপ বাধতে। তবুও যেন একটু বে-খেয়াল। তালটা যেন এখনও ঠিক সুর পাচ্ছে না। আসমানে আগমনির বার্তা। কিন্তু আমেজ যেন এখনও বাকি।

শহরের এই কাঠামো জানান দিচ্ছে পুজো আসছে। পাড়ায়, মহল্লায় একটু একটু করে জমছে উত্তেজনা।

উত্তর থেকে দক্ষিণ। কাঠে পেরেক পড়ছে। তবে এই ঠক ঠক আওয়াজটা এবার যেন কেমন কম কম। পুজোর কলকাতা। কিন্তু শহরের এই চরিত্র যেন বড়ই অচেনা। বে-মানান।

আরও পড়ুন - একদিন আগেই বধূ নির্যাতনের কারণে জারি গ্রেফতারি পরোয়ানা, তারপর জন্মদিনে যা করলেন মহম্মদ শামি

এত তাড়া কীসের ? হাতে তো সময় আছে। হ্যাঁ তা আছে। তবুও, কেমন যেন একটা ঢিল লয়। ফি বছর এই সময় থেকে সাজতে শুরু করে শহর। বিভিন্ন বড় বড় ক্লাবের পোস্টার জানান দেয় থিমের গল্প। বড় বড় কর্রোপেটের বিজ্ঞাপনে মুখ ঢাকে শহরের। এবার যেন বেশ শুনশান।

আরও দেখুন

First published: September 3, 2019, 1:16 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर