#কলকাতা: স্কুলের ব্যাগটা বড্ড ভারী। বাড়িতে মা-বাবার শাসনও কড়া। পড়াশোনার চাপ, বড়দের বকুনির চাপে শিশুমনের হাঁসফাঁস দশা। শৈশব নিজে কী চায়, তা কে জানতে চায়? কসবার বোসপুকুর শীতলা মন্দিরে এবার নিজেকে খুঁজে পাওয়া।
ক্লাসে ফার্স্ট হতেই হবে। খেলাধূলায় হতে হবে চ্যাম্পিয়ন। গান, নাচ, সাঁতার কোনওকিছুতেই পিছিয়ে পড়লে চলবে না। জীবনের সবক্ষেত্রে প্রমাণ করতে হবে আই অ্যাম দ্য বেস্ট। যে শিশুরা সবে মাত্র জীবনটাকে জানতে শুরু করেছে, তাঁদের উপরে চাপ দিতে থাকেন অভিভাবকরা। প্রতিযোগিতার দৌড়ে শিশুদের মন হাঁসফাঁস করতে থাকে। শৈশব কী চায়, তা খুঁজে দেখা হয় না। কসবার বোসপুকুর শীতলা মন্দিরে এবার এই সমস্যাই ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে খুঁজে দেখা আপন আলো।
শিল্পী পরিমল পালের প্রতিমায় সাজবে বোসপুকুর শীতলা মন্দির। এবার সত্তর বছরে পা দিয়েছে পুজো। যখন পুজোর ৪৯ বছর, তখন থেকে থিমের শুরু। মণ্ডপ সাজবে বই, খাতা, পেন, ব্যাগের মত পড়াশোনার বিভিন্ন সামগ্রী দিয়ে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।