corona virus btn
corona virus btn
Loading

বোসপুকুর তালবাগানের মণ্ডপেই সবুজ ছুটির লুটোপুটি, মণ্ডপের ভিড়েই মিলবে প্রকৃতির আরাম

বোসপুকুর তালবাগানের মণ্ডপেই সবুজ ছুটির লুটোপুটি, মণ্ডপের ভিড়েই মিলবে প্রকৃতির আরাম

পুজোয় বেড়াতে না গেলেও আক্ষেপ নেই। বোসপুকুর তালবাগানের মণ্ডপেই সবুজ ছুটির লুটোপুটি।

  • Share this:

#কলকাতা: পুজো মানেই ছুটি ছুটি। কোলাহল কাটিয়ে শান্ত সবুজে লুটোপুটি। কিন্তু পুজোর সময় হয়ত বেড়াতে যাওয়া হয়নি। তাহলে একবার যেতেই হবে বোসপুকুর তালবাগানের পুজোয়। মণ্ডপের ভিড়েই সবুজ প্রকৃতির আরাম।

তোমাকে একমুঠো সবুজ দিতে পারি। নিঃস্তব্ধ নির্জনের আদর দিতে পারি। তোমাকে দিতে পারি হাওয়ার নরম ছোঁয়া। পুজোর আগে এসব বলছে বোসপুকুর তালবাগান। কারণ, তালবাগানের মণ্ডপে এবার সবুজ আর সবুজ। স্নিগ্ধ, শীতল সবজে ছায়ায় প্রকৃতির হাতছানি। যেখানে গাছের পাতার ফাঁকে চাঁদের আলো... মনজুড়ে মন কেমনের ভালো.. পুজোয় বেড়াতে না গেলেও আক্ষেপ নেই। বোসপুকুর তালবাগানের মণ্ডপেই সবুজ ছুটির লুটোপুটি।

২৮ বছরের পুজো। দু’হাজার সাল থেকে থিমে গা ভাসিয়েছে বোসপুকুর তালবাগান। দর্শকরা সবুজ উপহার পছন্দ করবেন। বলছেন, উদ্যোক্তারা।

দুর্গার অনেক রূপের মধ্যে এক রূপ প্রকৃতি। দুর্গা তাই প্রকৃতি মাতাও। প্রকৃতি মাতার আরাধনায় বোসপুকুর তালবাগান পুজো কমিটি।

First published: September 21, 2019, 2:34 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर