#কলকাতা: মেয়েবেলার গল্প। ছোট একটা মেয়ে থেকে দশভূজা হয়ে ওঠা। শিশুকন্যা থেকে ক্রমে নারী হওয়ার মধ্যে অনেক অভিজ্ঞতা, অনেক ওঠাপড়া। এভাবেই পাশের বাড়ির দুগ্গা কখন যেন দুর্গা হয়ে ওঠে। এসব দেখতে যেতে হবে পাটুলি সর্বজনীনের পুজোয়।
পাশের বাড়ির মেয়ে। ফাঁক পেলেই লুকোচুির।কুলের আচারের সঙ্গে ভাব। তাকিয়ে থাকে ড্যাবড্যাব। কখন যেন সেই মেয়েটাই শাড়ি... আনাড়ি থেকে অফিস, বাজার, সংসার সামলে নেওয়া নারী। মেয়েবেলায় দুগ্গা থেকে দুর্গা হয়ে ওঠা। পাটুলি সর্বজনীন এবার পাশের বাড়ির দুগ্গাকে মনে করাবে। শাড়ি কেটে কেটে সাজছে মণ্ডপ।
পাটুলি সর্বজনীনের এবার ৪৪ বছর। প্রথম থিমপুজো ১৯৯৮ সালে। প্রথমবারের থিমেই দর্শকদের তাক লেগেছিল। দাবি উদ্যোক্তাদের।
নারী তুমি অর্ধেক আকাশ নও, তোমার জন্য গোটা আকাশটাই। যে আকাশে শরৎ মেঘের নরম রোদে শক্তির আগমনী.. যে আকাশে শান্ত শীতল ছায়া.. দুগ্গা থেকে দুর্গা হওয়ার মায়া...