কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই সমন্বয়ের বার্তা দু’পক্ষের। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপালের কাছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জট কাটল উপাচার্যদের মেয়াদবৃদ্ধি নিয়ে। খুশি শিক্ষামহল। সংঘাতের মধ্যেই এল সমন্বয়ের বার্তা। রাজধর্ম পালন করার কথা জানালেন রাজ্যপালের।
মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। বৈঠক শেষে তাঁর মুখে শোনা গেল রাজধর্মের বার্তা। সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বললেন, " (নবান্ন এবং রাজভবনের মধ্যে) গঠনমূলক সহযোগিতা থাকা উচিত।" অন্যদিকে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষাক্ষেত্রে নতুন ধারাবাহিকতার সূচনা হল।"
আরও পড়ুন: হুহু করে ছড়াচ্ছে অ্যাডিনোভাইরাস! মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৪ শিশুর মৃত্যু কলকাতায়
সি ভি আনন্দ বোস এ-ও বলেন, "পুরোনো ধারাবাহিকতার অবসান। বিবাদ মেটানোর ক্ষমতাতেই শিক্ষার যথার্থতা। শিক্ষাকে বিবাদমুক্ত প্রাঙ্গণে নিয়ে যাওয়াই লক্ষ্য। আমাদের নজর নতুন প্রজন্মের দিকে।"
অন্যদিকে, মঙ্গলবার রাজ্যপালকে পাশে বসিয়ে ব্রাত্য বসু বলেন, "রাজ্যপাল সকলের। কোনও রাজনৈতিক দলের নয়। যা হয়েছে সব অতীত। রাজভবন- নবান্ন-বিকাশ ভবন, সবাই এক হয়ে কাজ করবে।"
সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্য-রাজ্যপাল সৌজন্যের পরিবেশ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। এরই মাঝে নানা কথা ওঠে গত রবিবার রাজ্যপালের বিবৃতি ঘিরে। শনিবার কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি ভাঙচুর হয়। সেই ঘটনায় রাজ্য প্রশাসনের রিপোর্ট তলব করেন রাজ্যপাল। রবিবার রাজভবন থেকে বিবৃতি পেশ করা হয়। এরপরই ময়দানে নেমে পড়ে বঙ্গ বিজেপি।
নানা মহলে প্রশ্ন ওঠে, তাহলে কি ধনখড়ের পথেই যেতে চলেছেন সি ভি আনন্দ বোস? যদিও মঙ্গলবার রাজ্যপালের মন্তব্য সেই জল্পনায় জল ঢালল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন রাজ্যপালকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তবে কি সহযোগিতার সূচনা হল? রাজ্যপাল সেই প্রশ্নের উত্তরে বলেন, "সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানেরই সংবিধান মেনে চলা উচিত। গঠনমূলক সহযোগিতা করা উচিত।"
এই ইস্যুতে রাজ্যের তরফেও দেওয়া হয়েছে সমন্বয়ের বার্তা। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "উনি রাজ্যপাল। রাজ্যের থেকে রিপোর্ট চাইতেই পারেন। এটা তাঁর এক্তিয়ারের মধ্যেই পড়ে।"
রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হয়েছে। রাজ্যপালের কাছে এই মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছে রাজ্য। জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন রাজ্যের এই আর্জি মানেননি। সি ভি আনন্দ বোস অবশ্য সহযোগিতার পথে হেঁটে রাজ্যের ২৪ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মেয়াদ তিন মাসের জন্য বৃদ্ধি করলেন।ভেঙ্কটেশ্বর লাহিড়ী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: C V Anand Bose