corona virus btn
corona virus btn
Loading

পড়ছে-উঠছে তবুও মায়ের ডাকে ছুটছে কোলের শিশু, ভিডিও তুমুল গতিতে ভাইরাল

পড়ছে-উঠছে তবুও মায়ের ডাকে ছুটছে কোলের শিশু, ভিডিও তুমুল গতিতে ভাইরাল

স্যাটেলাইটের গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায়

  • Share this:

#কলকাতা: টালমাটাল পায়ে পড়ছে উঠছে তবুও মায়ের ডাকে ছুটে চলেছে ছোট্ট শিশু ৷ মায়ের সঙ্গে সন্তানের এক আলাদা সম্পর্ক তা কোনও কিছুর বদলে কেনা যায়না ৷ বাবা-মায়ের সঙ্গে সন্তানের এই অবিচ্ছেদ্য সম্পর্ক বারেবারে একটি শিশুকে যেন জীবনের চলার পথে বেশ সাবলিল করে তোলে ৷ জীবনকে সুন্দর করে ৷ জীবনকে সুগঠিত করে ৷ সন্তানের প্রতিটি হৃস্পন্দনের সঙ্গে যেন মা পরিচিত ৷

সন্তানের ওঠাপড়া বা বেড়ে ওঠার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে মায়ের প্রতিটি মুহূর্ত ৷ যেমন সন্তানের জীবনের প্রথম সব কিছুই মায়ের কাছে বা বাবার কাছে এক আলাদা মাত্রা যোগ করে ৷ যেমন ভাবে ছোট্ট শিশুর পাশ ফেরা, উল্টে যাওয়া, পাল্টে যাওয়া, প্রথম বসতে শেখা, হামাগুড়ি দেওয়া বা হাঁটতে শেখা সমস্ত কিছুই যেন মা-বাবার কাছে এক পরম পাওয়া, এক মধুর পরিবেশের সৃষ্টি করে সেই সমস্ত মুহূর্তগুলি ৷ জীবনের বিভিন্ন প্রান্তে মায়ের সঙ্গেই বেড়ে ওঠা সন্তানের, মা জীবনের প্রথম সন্তানের শিক্ষক ৷

এমনই এক মায়ের ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে একজন মা তাঁর সন্তানকে ডাকছে ৷ সন্তান টালমাটাল পায়ে হাঁটছে, পড়ছে উঠছে, তবুও মায়ের ডাকে প্রাণপনে ছুটছে সেই ভিডিওই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ একনজরে দেখে নিন সেই ভিডিওই ৷

First published: December 31, 2019, 11:17 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर