corona virus btn
corona virus btn
Loading

মধ্যস্থতা নয় সাংগঠনিক বৈঠকেই দিল্লিতে যাচ্ছেন, বিমানবন্দরে বিবৃতি দিলীপ ঘোষের

মধ্যস্থতা নয় সাংগঠনিক বৈঠকেই দিল্লিতে যাচ্ছেন, বিমানবন্দরে বিবৃতি দিলীপ ঘোষের

বিজেপির রাজ্য সভাপতি ধিক্কার জানিয়েছেন পুলিশ প্রশাসনকে

  • Share this:

#কলকাতা: দিলীপ ঘোষ দিল্লি গেলেন যাওয়ার আগে জানালেন মুকুল এবং দিলীপ ঘোষ বৈঠক সম্পর্কে বলে উত্তরে তিনি জানান কে বলল মধ্যস্থতা হবে কোন পোর্টালের খবরে বিজেপি চলে না পার্টির সাংগঠনিক বৈঠক নিয়মিত বৈঠক আছে ৷

সেই জন্য পশ্চিমবঙ্গ থেকে আমাদের চারজন নেতা বাকী কেন্দ্রীয় নেতারা থাকবে মূলত সদস্য অভিযান পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া এবং ইলেকশনের প্রস্তুতি ৷ নানুর প্রসঙ্গে বলেন কালকে যেভাবে অসম্ভব জনক ভাবে আমাদের কর্মীর মৃতদেহ দেওয়া হয়েছে ৷

এই জন্য বিজেপির রাজ্য সভাপতি ধিক্কার জানিয়েছেন পুলিশ প্রশাসনকে ৷ তাঁর দাহ আজকে হয়ে গেলে আমরা আন্দোলন শুরু করব যাতে দোষীরা ধরা পড়ে আদালতে যাওয়া থেকে শুরু করে রাস্তায় নামা সব কিছুই করব আমরা ৷

First published: September 11, 2019, 12:53 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर